Bengal Addaa

Data Entry Operator

রাজ্য পুলিশে ডাটা এন্ট্রি অপারেট, সিস্টেম এডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভলপার সহ আরো অন্যান্য পদের নতুন নিয়োগ শুরু হলো।

Facebook
Twitter
WhatsApp
Telegram

Data Entry Operator : সম্প্রতি রাজ্যের পুলিশের পক্ষ থেকে বেশ কিছু শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর সহ আরো অন্যান্য পদে নতুন নিয়োগ শুরু হলো। ডাটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার সাপোর্ট পারসোনাল, সফটওয়্যার অ্যাডমিনিস্ট্রেটর, সিকিউরিটি এন্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এই পথগুলির নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্য পুলিশদের পক্ষ থেকে। আপনারা সরাসরি এই বিষয়ে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে অথবা www.wbpolice.gov.in অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর। কারণ রাজ্য সরকারের পুলিশের দপ্তর থেকে ডাটা এন্ট্রি অপারেটরের মতন আরও অন্যান্য অনেকগুলি পদে নতুন নিয়োগ শুরু হয়েছে। যাতে আপনারা নরমাল কোন সাবজেক্ট এ গ্রাজুয়েশন সহ ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকলেও আবেদন জানাতে পারবেন। কোন পদের জন্য কোন কোন শিক্ষাগত যোগ্যতা দরকার তা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবং কিভাবে আপনারা এটা আবেদন করবেন ও কত টাকা আবেদন ফি লাগবে তা সমস্ত কিছুই আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তাই আজকের এই প্রতিবেদনটির সম্পূর্ণ পড়ুন এবং আপনাদের বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন।

পদের নাম

Data Entry Operator, Software Developer, Software Support Personnel, System Administrator, Security and Network Administrator, Senior Software Developer.

মোট শূন্যপদ

সবগুলি পদ মিলিয়ে মোট ৫৪ টি শূন্য পদ রয়েছে। কোন কোন সেকশনে কতগুলি শূন্য পদ রয়েছে তা নিচের টেবিলের মাধ্যমে উল্লেখ করা আছে।

শিক্ষাগত যোগ্যতা

  • Data entry operator – এতে আবেদন করার জন্য আপনাদের ন্যূনতম স্নাতক ডিগ্রি র উত্তীর্ণ হতে হবে এবং তারই সঙ্গে কম্পিউটার রিলেটেড যে কোন ডিপ্লোমা সার্টিফিকেট থাকলেই এতে আবেদন করতে পারবেন
  • Software support personnel – এই পদে আবেদন করতে হলে আপনাদের কম্পিউটার সাইন, BCA, B.TECH. এর মত ডিগ্রী গুলি পেয়ে থাকতে হবে। কম্পিউটার রিলেটেড ইঞ্জিনিয়ারিং হওয়া দরকার। এছাড়া আপনারা যদি মেন্টেনেন্স অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার এন্ড DBMS এর মতন কিছু অভিজ্ঞতা থাকে তাহলে খুবই ভালো।
  • System administrator– এই পদে আবেদন করতে হলে আপনাদের B.Tech,B.E., MCA, M.Sc., OEM L2 Certificate on System / System – Linex or system/ server windows এই সমস্ত ডিগ্রী অর্জন করে থাকতে হবে।
  • Software developer – এই পদে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম B.Tech,B.E., MCA, M.Sc., ডিগ্রি গুলি অর্জন করে থাকতে হবে তাহলেই আপনারা এতে আবেদন করতে পারবেন।
  • Security and network administrator – এই পদে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম B.Tech,B.E., MCA, M.Sc., এই ডিগ্রী গুলি অর্জন করতে হবে দিলেই গিয়ে আপনারা এতে আবেদন করতে পারবেন।
  • Senior software developer – এই পদে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম B.Tech,B.E., MCA, M.Sc., এই সকল ডিগ্রী গুলি অর্জন করতে হবে এবং তারই সঙ্গে 5 বছরের সরকারি কোন দপ্তর থেকে এক্সপেরিয়েন্স থাকা বাধ্যতামূলক।

মাসিক বেতন

এর সমস্ত পদগুলিতে আবেদন করার পরে আপনাদের মাসিক বেতন হবে।

  • Data entry operator – ১৬০০০ টাকা/-
  • Software support personnel – ২১,০০০ /- টাকা।
  • System administrator – ২৯,০০০ /- টাকা।
  • Software developer – ৩৩,০০০/- টাকা ।
  • Security and network administrator – ৩৭,০০০ /- টাকা।
  • Senior software developer – ৪০,০০০/- টাকা।

বয়স সীমা

এই পথ গুলোতে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম 18 থেকে 40 বছর বয়সসীমা মধ্যে থাকতে হবে। উল্লেখিত পদগুলিতে আবেদন করতে হলে কোন রকম বয়সের সীমা উল্লেখিত নেই অফিসের নোটিফিকেশনে।

আবেদন পদ্ধতি

সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীদের। আবেদন করার জন্য ইউসুফ পার্টিদের রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে যার ডাইরেক্ট link নিচে দেওয়া আছে। এরপর অনলাইন আবেদন করার জন্য প্রথমে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদন পত্রের প্রার্থীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্যগুলি পূরণ করতে হবে। সমস্ত তথ্য পূরণ হয়ে যাওয়ার পর নির্দেশ অনুযায়ী গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি আপলোড করে আবেদনপত্র সামনে করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার জন্য আবেদনকারীদের কোনো রকমের আবেদন ফ্রি লাগবে না।

আবেদন ফি

এই নিয়োগের আবেদন জানাতে হলে আবেদনকারীদের কোনো রকমের আবেদন ফি লাগবে না।

নিয়োগের স্থান

উক্ত শুন্য পদগুলির ক্ষেত্রে সমস্ত নিয়োগ হবে রাজ্যের পুলিশের সাইবার ক্রাইম দপ্তরে। সে ক্ষেত্রে

প্রয়োজনীয় ডকুমেন্ট

আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সে প্রমাণপত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, পরিষ্কার সাদা কাগজে করার স্বাক্ষর, পুর্বের কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, যারা কম্পিউটারের ডিপ্লোমা করেছো তাদের সার্টিফিকেট।

আবেদন শুরু

ইতিমধ্যেই এই প্রক্রিয়ায় আবেদন শুরু হয়ে গেছে।

আবেদনের শেষ তারিখ

রাজ্য পুলিশে সংশ্লিষ্ট এই নিয়োগ প্রক্রিয়ায় জন্য আবেদন প্রক্রিয়া শেষ তারিখটি হল আগামী 18 অক্টোবর ২০২৪। এই তারিখ পর্যন্ত আপনারা এতে আবেদন জানাতে পারবেন।

Official Notification: Download Now

Official Website: Apply Now