রাজ্য পুলিশের অন্তরকারি গোয়েন্দা সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে | টেকনিক্যাল কোয়ালিফিকেশন সম্পন্ন চাকরিপ্রার্থীদের জন্য একটি দারুন একটি সুখবর | নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে হলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন |
একনজরে
রাজ্যের মধ্যে গোয়েন্দা টিমের পক্ষ থেকে অর্থাৎ সিআইডি দফতরে বিপুল পরিমাণে চাকরির সুযোগ সামনে এসেছে | এতে খুবই সহজেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা টেকনিক্যাল দপ্তরের ছাত্র তাদের জন্য এখানে এক বিশেষ সুযোগ রয়েছে।
রাজ্য পুলিশের ক্রিমিনালইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে | পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরা এখানে আবেদনের জন্য যোগ্য। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন | শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বেতন সহ অন্যান্য তথ্যগুলি উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে মাধ্যমে |
আরো পড়ুন :- WB ANM GNM অ্যাডমিট কার্ড ডাউনলোড 2024
Employment No
Employment No – 18/GL-I/ CID
পদের নাম
পদের নাম – Mobile Forensic Expert- 02 টি, Network Forensic Expert – 01 টি, Cloud Forensic Expert – 02 টি, Crypto Analysts – 01 টি, Disk Forensic Expert – 02 টি |
মোট শূন্য পদ
মোট শূন্য পদ – 09 টি |
শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা – এই পথগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সাইন্স অথবা ইলেকট্রনিক IT, M.Tech, BCA অথবা MCA বা নিকাল বিভাগ যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রী সম্পন্ন করে থাকতে হবে |
মাসিক বেতন
মাসিক বেতন – উক্ত পদগুলিতে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হলো 1.5 লক্ষ টাকা
বয়স সীমা
বয়স সীমা – সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন জানানোর জন্য নির্দিষ্ট কোন বয়সসীমা উল্লেখ করা হয়নি।
আবেদনের পদ্ধতি
আবেদনের পদ্ধতি – প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে নিজেরদের আবেদন নথিভুক্ত করতে হবে | , প্রথমে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ লগইন করে নিতে হবে | এগুলি পূরণ হওয়ার পর অনলাইনে আবেদন পত্রের নির্দেশ অনুযায়ী সমস্ত তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিতে হবে |
আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ – ১০ই আগস্ট ২০২৪
গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ তথ্য – মনে রাখবেন আবেদন করার সময় আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলি সঠিকভাবে ফিলাপ করতে হবে | টেস্টি মনিয়াল গুলি ঠিকভাবে দেখাতে হবে | এই সমস্ত তথ্যগুলি আপনারা ইন্টারভিউ এর সময় অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন না হলে আপনাদের আবেদন পত্রটি বাতিল হয়ে যেতে পারে |