Bengal Addaa

WBCHSE H.S. Class 11-12 70 Percent Attendence Mandatory For Exam

WBCHSE: উচ্চ মাধ্যমিক 70% উপস্থিত না থাকলে পরীক্ষায় বসা যাবেনা! প্রতিবেদনটি ভালোভাবে দেখে নিন।

Facebook
Twitter
WhatsApp
Telegram

WBCHSE H.S. Class 11-12 70 Percent Attendence Mandatory For Exam: চলতি মাসের ১৩ ই সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা। পরীক্ষার্থীরা প্রথমবারের মতো ও এম আর সিটে পরীক্ষা দিতে পারছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পরীক্ষায় বসার জন্য উপস্থিতির হার নিয়ে স্কুল এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে কিছু ঘটনা ঘটতে দেখা গেছে। বেশ কয়েকটি স্কুল ছাত্র ছাত্রীদের উপস্থিতির হার কম থাকার জন্য ওদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানালো আজকের প্রতিবেদনের মাধ্যমে

WBCHSE H.S. Class 11-12 70 Percent Attendence Mandatory For Exam

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার জন্য নূন্যতম ৭০ শতাংশ উপস্থিতির হার থাকার প্রয়োজন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে প্রতিটি সেমিস্টারে ৭০শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক বিশেষ করে মেডিকেল বা উপযুক্ত অন্য কারণ থাকলে ২০ শতাংশ ছাড় হতে পারে, সেই ক্ষেত্রে ৫০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক পরীক্ষায় বসার জন্য। ৫০ শতাংশ না থাকলে পরীক্ষায় বর্ষার অনুমতি দেওয়া হয় না।

70% attendance at school is compulsory for every student (according to the rules of WBSE & WBCHSE). A student of Class IX – XII having less than 50% attendance will not be allowed to sit for the exam except valid medical proof regarding illness.

তবে রেগুলার হিসেবে রাখা স্কুলগুলোর দায়িত্বের মধ্যে পড়ে, তবে স্কুলগুলির একাদশ শ্রেণির প্রথম ও দ্বিতীয় সেমিস্টার স্কুলের নিজস্ব হোম সেন্টারে নেওয়া হচ্ছে, কাজেই স্কুলের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

উপস্থিতির হারপরীক্ষায় বসার
৭০% বা তার বেশিপরীক্ষায় বসতে পারবে
৫০%-৬৯%বিশেষ ক্ষেত্রে অনুমতি পাবে
৫০%-এর নিচেপরীক্ষায় বসতে পারবে না

শিক্ষকদের মতামত ও অফিশিয়াল রিসোর্স।

উপস্থিতির ব্যাপারে স্কুলগুলি নিজস্ব সিদ্ধান্ত নেবে। উপস্থিতি সঠিক না থাকলে অধিকাংশ স্কুলই প্রথম সেমিস্টারে বসার সুযোগ দিচ্ছে। তবে দ্বিতীয় সেমিস্টারে উপস্থিতি সঠিকভাবে বজায় রাখার কথা বলা হচ্ছে।

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরের উপস্থিতি আরো গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ছাত্র-ছাত্রীদের কাছে। স্কুলে ৭০শতাংশ উপস্থিত হতে না পারলে ভবিষ্যতে পরীক্ষায় বসার অনুমতি বাতিল করা হতে পারে। পরীক্ষার সব খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।

OFFICIAL NOTIFICATION – Link