Bengal Addaa

WBCHSE Class 11 2nd Semester Exam Routine

WBCHSE Class 11 2nd Semester Exam Routine: দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার তারিখ ও রুটিন | PDF ডাউনলোড করে নাও

Facebook
Twitter
WhatsApp
Telegram

WBCHSE (West Bengal Council of Higher Secondary Education) অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই একাদশ শ্রেণী ( Class 11 ) দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার রুটিন ঘোষণা করে দিয়েছে। আজকের এই প্রতিবেদনে মাধ্যমে আপনারা এই রুটিন সম্পর্কিত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং সরাসরি রুটিন PDF ডাউনলোড করার উপায়ও পেয়ে যাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রথমবার নতুন সেমিস্টার সিস্টেমে দ্বিতীয় সেমিস্টারে লেখা পরীক্ষা অর্থাৎ Descriptive টাইপের পরীক্ষা নেওয়া হবে। যেখানে বড় প্রশ্ন থাকবে তার সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এই সম্পর্কে তো বিস্তারিত তথ্য খুবই শীঘ্রই তোমাদের সঙ্গে শেয়ার করা হবে।

উচ্চ মাধ্যমিক দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার রুটিন 2024

প্রথমবারের অভিজ্ঞতা হিসাবে এই পরীক্ষা ( WBCHSE Class 11 2nd Semester Exam Routine ) তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রুটিন পিডিএফ এর লিংক নিচে দিয়ে দেব, যেখান থেকে তোমরা খুবই সহজে ডাউনলোড করতে পারবে। তোমার ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট আউট করে নিতে পারো। তো তাহলে এই পরীক্ষার রুটিন এক নজরে দেখে নেওয়া যাক –

পরীক্ষার তারিখ ও সময়

  • পরীক্ষা শুরু : 3 মার্চ 2025 ( সোমবার )
  • প্রতিদিনের পরীক্ষার সময় : বিকেল 3:00 PM থেকে 5:00 PM

বিষয়ভিত্তিক পরীক্ষার সময়

  1. সমস্ত বিষয় : 2 ‘ঘণ্টা ( 2hr)
  2. ভিসুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট : 1 ঘন্টা 15 মিনিট।

পরীক্ষার বিষয় সমূহ

  • 3 মার্চ : বাংলা ‘ ক’ , ইংরেজি ( A ) , হিন্দি ( A ), নেপালি ( A ), উর্দু, তেলেগু, পাঞ্জাবি
  • 4 মার্চ: হেলথ কেয়ার, অটো মোবাইল, আরগানাইজড রিটেইলিং, সিকিউরিটি, IT এন্ড ITES, প্লাম্বিং, কন্সট্রাকশন, অ্যাপারেল, ব্যাংকিং ফাইনান্সিয়াল সার্ভিস এন্ড ইন্সুরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম
  • 5 মার্চ: ইংরেজি ( B ), বাংলা( B ), হিন্দি ( B ), নেপালি ( B ), অল্টারনেটিভ ইংরেজি
  • 6 মার্চ: ইকোনমিক্স, এন্থ্রোপোলজি, আরথা ওয়েল্ডিং
  • 7 মার্চ: ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, একাউন্টেন্সি
  • 8 মার্চ: কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনভারমেন্টাল স্টাডি, হেল্ড এন্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস
  • 10 মার্চ: স্ট্যাটিসটিক, সাইকোলজি কমার্শিয়াল অ্যান্ড প্লিরিমিনারিজ অফ এডিটিং, হিস্ট্রি
  • 11 মার্চ: কেমিস্ট্রি, জিওগ্রাফি, রুম মেট ডেভেলপমেন্টের এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডি
  • 12 মার্চ: ফিলোসফি
  • 13 মার্চ: ম্যাথমেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, ফারসি, আরোবি
  • 17 মার্চ: বায়োলজিকাল সাইন্স, পলিটিক্যাল সাইন্স, পোস্টিং এন্ড ট্রাকসেন
  • 18 মার্চ: সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সাইন, সোশিয়লজি

WBCHSE Class 11 2nd Semester Exam Routine 2025

WBCHSE Class 11 2nd Semester Exam Routine

Exam Time: কটা থেকে কটা পর্যন্ত পরীক্ষা হবে ?

প্রতিদিন দুপুর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দুঘন্টা ( 3: 00 pm to 5:00 pm – 2 hours) ধরে দ্বিতীয় সেমিস্টারের SAQ বিশ্লেষণ ভিত্তিক প্রশ্ন পরীক্ষা হবে। তবে বিশেষ বিষয় যেমন ভিজুয়াল আর্টস এন্ড মিউজিক এগুলির ক্ষেত্রে ১ ঘন্টা ১৫ মিনিট সময় রয়েছে।।

Official Notification: Download PDF