Bengal Addaa

MSD/MCH/PR/2791/24

ইন্টারভিউ এর মাধ্যমে (wb health jobs) মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভিন্ন পদে চাকরি

Facebook
Twitter
WhatsApp
Telegram

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ (wb health jobs) মেডিকেল কলেজ ও হাসপাতালে সাইকিয়াটিক বিভাগে বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন ও অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কাউন্সিলর স্টাফ নার্স ও ডাটা ম্যানেজার নিয়োগ করা হবে। এই সমস্ত পদে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই চাকরি সম্পূর্ণ চুক্তিভিত্তিক ও এক বছরের জন্য হবে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে সাইকিয়াটিক বিভাগে বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি। কিভাবে আবেদন করবেন, কি কি পদ্ধতিতে নিয়োগ করা হবে, কতগুলি পোস্ট রয়েছে, কি শিক্ষাগত যোগ্যতার উপর নিয়োগ হবে অন্যান্য সমস্ত কিছু তথ্য আজকের প্রতিবেদনের মধ্যে রয়েছে সেগুলি সম্পূর্ণভাবে পড়ে নিন

পদের নাম:

কাউন্সিলর , স্টাফ নার্স ও ডাটা ম্যানেজার।

বিজ্ঞপ্তি নম্বর:

MSD/MCH/PR/2791/24

মোট শূন্য পদ

মোট শূন্য পদ : 3 টি।

কাউন্সিলর

শিক্ষাগত যোগ্যতা

  • সাইকোলজি/ সোসিওলজি /সোশ্যাল ওয়ার্ক এই সমস্ত বিষয়ে গ্রাজুয়েশন থাকতে হবে।
  • এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • সাইকোলজি/ সোসিওলজি /সোশ্যাল ওয়ার্ক এই সমস্ত বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন থাকলে ও হবে।

বয়স সীমা

এই পদে আবেদন করতে হলে ন্যূনতম ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৫০ বছর বয়স হতে হবে।

বেতন

বেতন : ২০,০০০ টাকা।

স্টাফ নার্স

শিক্ষাগত যোগ্যতা

  • ANM কোর্স করে থাকতে হবে।
  • এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • GNM ও বিএসসি নার্সিং থাকলেও চলবে।

বয়স সীমা

এই পদে আবেদন করতে হলে ন্যূনতম ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৫০ বছর বয়স হতে হবে।

বেতন

বেতন : ২০,০০০ টাকা।

ডাটা ম্যানেজার

শিক্ষাগত যোগ্যতা

  • গ্রেজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
  • কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে।
  • এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা

এই পদে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম বয়স ১৮ থেকে সর্বোচ্চ বয়স ৪০ হওয়া দরকার।

বেতন

বেতন ; ১৫,০০০ টাকা।

বয়সের ছাড়

এই পথগুলিতে ST, SC, OBC দের বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি

আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করার জন্য আবেদনপত্র , শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ফটো আইডেন্টি প্রুফ, এক্সপেরিয়েন্স এর সার্টিফিকেট, এক কপি জেরক্স ও অরিজিনাল নিয়ে ইন্টারভিউতে উপস্থিত হতে হবে। আইডেন্টিটি ও বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট ও মার্কশিট নিয়ে যেতে হবে।

ইন্টারভিউ এর তারিখ ও সময়

ইন্টারভিউ হবে 29.10.24 তারিখে সময় দুপুর 2.30 টা।

চাকরির স্থান

মুর্শিদাবাদ

ইন্টারভিউ এর স্থান

কলেজ কাউন্সিল রুম, অফিস অফ দা প্রিন্সিপাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বহরমপুর, মুশিদাবাদ।

রিপোর্টিং টাইম

ইন্টারভিউ এর জন্য দুপুর একটার মধ্যে উপস্থিত হতে হবে । 29.10.24 তারিখে।

আবেদন শুরু

এর আবেদন ইতি মন্দির শুরু হয়ে গেছে। এই পোস্টে আবেদন শুরু হয়েছে ২৮/৯/২০২৪ থেকে।

আবেদনের শেষ তারিখ

এই পোস্টটি আবেদন করার শেষ তারিখটি হলো ২৯/১০/২০২৪

Download Notification – Click Here

Official Website – Click Here