রাজ্যের ANM GNM পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। পরীক্ষার তারিখ পরিবর্তনের পর এবার নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড | আজকের এই প্রতিবেদনে এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হবে, এবং কবে পরীক্ষাটি হতে পারে তা নিয়েও আলোচনা করা হবে। মনে করে এই প্রতিবেদনটি আপনারা আপনাদের পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন | যাতে সমস্ত পরীক্ষার্থীদের কাছে এটি পৌঁছে যায় |
একনজরে
WB ANM GNM অ্যাডমিট কার্ড :-
WB ANM GNM অ্যাডমিট কার্ড :- রাজ্যের ANM GNM নার্সিং পরীক্ষার পূর্ব প্রকাশিত তারিখ ইতিমধ্যেই বাতিল করেছে রাজ্যের জয়েন এন্ট্রান্স বোর্ড | পূর্বে ঘোষণা অনুযায়ী WB ANM GNM পরীক্ষাটি আয়োজিত হওয়ার কথা ছিল ১৪ই জুলাই, ২০২৪ তারিখে | জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই পরিচয়টি আয়োজিত হবে আগামি 4 আগস্ট 2024 তারিখে। পূর্বের তারিখ বাতিল হওয়ার কারণে, অনেকে চিন্তায় পড়ে গেছিলেন | আবার একটি নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের আত্মার ফিরে এসেছি আশা করি | আজকের এই প্রতিবেদনে WB ANM GNM অ্যাডমিট কার্ড সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এবং এই প্রতিবেদনের নিচে থাকা ডাউনলোড লিংকে ক্লিক করলে WB ANM GNM অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
আরো পড়ুন :- নার্সিং নিয়ে ডিপ্লোমা করতে চান ? সুযোগ দিচ্ছে নীলরতন সরকার হাসপাতাল
অ্যাডমিট কার্ড
যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষার পূর্ববর্তী শুচি অনুযায়ী এডমিট কার্ড ডাউনলোড করেছেন তাদের পুনরায় নতুন সূচি অনুযায়ী WB ANM GNM অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে | আগামী ২৯ জুলাই ২০২৪ অর্থাৎ সোমবার থেকে WB ANM GNM পরীক্ষার নতুন এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা | অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে নিজেদের অ্যাডমিট কার্ড আপলোড করতে পারবেন | এডমিট কার্ড আপলোড দের শেষ তারিখ হল 4 আগস্ট ২০২৪। । মনে করে এই সময়ের মধ্যে এডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে |
গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ( IMPORTANT DOCUMENTS)
৪ আগস্ট ২০২৪ তারিখে অর্থাৎ পরীক্ষার দিন পরীক্ষার্থীদের নিম্নলিখিত জিনিসপত্র গুলি মনে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে।
- এডমিট কার্ডের প্রিন্ট কপি (COLOUR)
- আধার, প্যান অথবা অন্যান্য কোন সচিত্র পরিচয়পত্র
- রেজিস্ট্রেশনের সময় আপলোড করা কালার ফটো ( এক কপি। )
অপ্রয়োজনীয় জিনিসপত্র এবং ইলেক্ট্রনিক্স গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত না হওয়ায় বাঞ্ছনীয় | এই ধরনের জিনিসপত্র নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ |