পশ্চিম বঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। অষ্টম শ্রেণী পাশের উপরে জেলা আদালতে গ্রুপ-ডি কর্মী নিয়োগের জন্য বিগবতী প্রকাশ হয়েছে। এই শুন্য পদগুলিতে নিয়োগের জন্য আবেদন ইতিমধ্যে শুরু হয়েগেছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জনের জন্য আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
একনজরে
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। পশ্চিমবঙ্গের জেলা আদালতে গ্রুপ – ডি সোহো বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য নুতুন বিগপ্তি প্রকাশ করা হলো। রাজ্যের যে কোনো জেলার চাকরিপ্রার্থীরা একগানে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে অবশই একজন ভারতীয় নাগরিক হতে হবে। পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি , শিক্ষাগত যোগ্যতা, মোটা শূন্যপদ সোহো অন্নান্ন বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে, তাই প্রতিবেদনটি ভালো করে শেষ পর্যন্ত পড়ুন।
Employment No
Employment No – 22/DRC
Part – 1
পদের নাম
পদের নাম – Group D ( Peon/ Frash/ Night Guard )
মোট শূন্য পদ
মোট শূন্য পদ -27 টি ( UR – 11 টি , SC – 5 টি , ST – 2 টি , OBC – 6 টি , EWS – 3 টি )
শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা – Group D পদে আবেদন করার জন্য ইচ্ছুক আবেদনকারীকে যে কোনো সিকৃত বিদ্যালয় থেকে কেবলমাত্র অষ্টম পাস করে থাকতে হবে।
মাসিক বেতন
মাসিক বেতন – রাজ্য সরকারের Pay Level 1 of ROPA 2019 অনুযায়ী এই পদের বেতন ক্রমিক হলো ১৭,০০০ /- টাকা থেকে ৪৩,০০০ /- টাকা।
আরো পড়ুন :- ভারতীয় রেলে ৭০০০ শুন্যপদে চাকরির সুযোগ | RRB JE Recruitment 2024
Part – 2
পদের নাম
পদের নাম – Process Server
মোট শুন্য পদ
মোট শুন্য পদ – 6
মাসিক বেতন
মাসিক বেতন – রাজ্য সরকারের Pay Level 1 of ROPA 2019 অনুযায়ী এই পদের বেতন ক্রমিক হলো ২১,০০০ /- টাকা থেকে ৫৪,০০০ /- টাকা।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করতে হলে, আবেদনকারীকে ন্যূনতম যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
Part -3
পদের নাম
পদের নাম – LDC (Group – C )
মোট শুন্য পদ
মোট শুন্য পদ – 32
মাসিক বেতন
মাসিক বেতন – রাজ্য সরকারের Pay Level 6 of ROPA 2019 অনুযায়ী এই পদের বেতন ক্রমিক হলো 22,700 /- টাকা থেকে 58,500 /- টাকা।
শিক্ষাগত যোগ্যতা
LDC পদে আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারীকে যে কোনো সরকারি অথবা সরকার প্রসিত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাশাপাশি ভালো টাইপিং স্পিড সোহো যে কোনো সিকৃত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত Computer Traning কোর্স করার সার্টিফিকেটে থাকতে হবে।
Part – 4
পদের নাম
পদের নাম – UDC ( Group B )
মোট শুন্য পদ
মোট শুন্য পদ – 7
মাসিক বেতন
মাসিক বেতন – রাজ্য সরকারের Pay Level 9 of ROPA 2019 অনুযায়ী এই পদের বেতন ক্রমিক হলো 28,900 /- টাকা থেকে 74,500 /- টাকা।
শিক্ষাগত যোগ্যতা
UDC ( Group B ) পদে আবেদন জানানোর ক্ষেত্রে ইচ্ছুক আবেদনকারীকে যে কোনো সিকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করে থাকতে হবে। পাশাপাশি ভালো টাইপিং স্পিড সোহো যে কোনো সিকৃত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত Computer Traning কোর্স করার সার্টিফিকেটে থাকতে হবে।
বয়সিমা
সমস্ত পদের ক্ষেত্রে আবেদনের জন্য বয়েসের উদ্দ্রসীমা হলো ৪০ বছরের। কেবলমাত্র UDC পদে আবেদনের ক্ষেত্রে বয়সের উর্দ্ধসীমা হলো ৩২ বছর। সরকারি নিয়ম অনযায়ী OBC এবং তফসিলি জাতির জন্য আবেদনকারীদের জন্য ৩ বছরের এবং তফসিলি উপজাতির আবেদনকারীদের জন্য ৫ বছরের বয়েসের চার দিওয়া হয়েছে।
আবেদন পদ্ধতি
সম্পূর্ণ অনলাইনের মাধ্যামে নিজেদের আবেদন অনুভতি করতে হবে প্রকতি প্রার্থীদের। এরজন্য আগ্রহী পার্থীকে www.uttardinajpurcouurtecruitment2024.in ওয়েবসাইট ভিসিট করে আবেদন করতে হবে।
আবেদন ফী
প্রতিটি পদে ক্ষেত্রে আবেদন ফী আলাদা। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রীনির আবেদনকারীদের জন্য আলাদা আবেদন ফী ধার্য করা হয়েছে। সেক্ষেত্রে আবেদন ফী জমা করার আগে নিচয়ের তালিকাটি ভালো ভাবে দেখে নিবেন।
আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ – 20 অগাস্ট, 2024।