Bengal Addaa

TATA Scholarship 2024

প্রত্যেক পড়ুয়াকে ১২০০০ টাকা স্কলারশিপ দেবে টাটা | TATA Scholarship 2024, শুরু অনলাইনে আবেদন

Facebook
Twitter
WhatsApp
Telegram

সমস্ত স্কুলের এবং কলেজের ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে দারুন খবর। অবশেষে ২০২৪ – ২০২৫ শিক্ষাবর্ষের জন্য টাটা স্কলারশিপ (TATA Scholarship 2024 ) এর আবেদন শুরু হয়ে গেছে। দেশের অন্যতম এবং সবচে বোরো বিশ্বস্ত গ্রুপ টাটার তরফ থেকে প্রতি বছর দেশের সমস্ত ছাত্র ছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কারা আবেদন করতে পারবে, কি কি কাগজ লাগবে, কিভাবে আবেদন করবে, কিভাবে সচলারশিপের টাকা পাবে ? – তা সমস্ত কিছু জানার জন্য এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। পোস্টার শেষে ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য আবেদনের সরাসরি লিংক দিয়া থাকবে। আর এই খবরটা শেয়ার করতে ভুলবেন না সবাই !

টাকা স্কলারশিপ (TATA Scholarship 2024) কী ?

টাটা স্কলারশিপ পোগ্রাম হলো, টাটা গ্রুপের একটি উদ্যোগ, যার মাধ্যমে তারা ভারতবর্ষের পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের অর্থনৈতিক ভাবে সাহায্য করে তাদের পড়াশোনার উন্নত করার জন্য।

প্রধান উদ্যোগ হলো মাধ্যমিক ও উচমাধমিক পাস্ এবং উন গ্রাজুয়েট জেনারেল কলেজের স্টুডেন্টেদের জন্য ফিনান্সিয়াল সাহায্য করা, যাতে তাদের পড়াশোনা চালিয়ে যেটা পারে এবং তাদের স্বপ্ন পূরণ করতেপারে। TATA CAPITAL PANKH SCHOLARSHIP – এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ১০ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত পেতে পারে।

একনজরে টাটা স্কলারশিপ ( TATA SCHOLARSHIP 2024)

বিষয়তথ্য
বৃতীর নামটাটা ক্যাপিটাল স্কলারশিপ
বৃতীর ধরণপ্রাইভেট স্কলারশিপ
সংস্থাটাটা গ্রুপ
যোগ্য কোর্সক্লাস ১১ – ১২, UG কলেজ পড়ুয়া, ডিপ্লোমা ছাত্র-ছাত্রীরা
মার্কেস প্রয়াজনআগের পরীক্ষায় ৬০ % বা সমতুল্য গ্রেড
আবেদনের মোডঅনলাইন পোর্টালে
বৃতীর পরিমান১০০০০ -১২০০০ টাকা
অনলাইন আবেদন শেষ তারিখ১৫ই সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন :- রাজ্যের স্কুলে  গেস্ট টিচার  নিয়োগ,  30 জুলাইয়ের মধ্যে আবেদন করুন।

টাটা স্কলারশিপ আবেদনের যোগ্যতা ( TATA SCHOLARSHIP ELIGIBILITY CRITERIA )

টাটা স্কলারশিপে আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকা দরকার –

  • শিক্ষার্থীর পরিবারের বার্ষিক ইনকাম ২.৫ লক্ষ টাকার বেশি হয় চলবে না।
  • ছাত্র – ছাত্রীকে অবশই পূর্ববর্তী পরীক্ষায় ৬০% বেশি নম্বর পেতে হবে।

যোগ্য কোর্স তালিকা – কোন ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে ?

ছাত্র – ছাত্রীরা নিচের কোর্সগুলির মধ্যে পড়লে আবেদন করতে পারবে এবং পড়াশোনা চালিয়ে যেতে পারবে।

  • স্কুল পড়ুয়া : মাধ্যমিক পাস , একাদশ এবং দ্দ্বাদশের ছাত্র – ছাত্রীরা।
  • জেনারেল এন্ড গ্রাজুয়েট কোর্স ( বিএ, বিএসসি, বিকম,) এবং ডিপ্লোমা।

আবেদনের জন্য যে যে ডকুমেন্ট লাগবে ( DOCUMENTS REQUIRED FOR TATA PANKH SCHOLARSHIP)

  • আগের পরীক্ষার মার্কশিট বা কলেজের ক্ষেত্রে গ্রেড কার্ড।
  • টিউশন ফী পেমেন্ট রশিদ বা ভর্তির রশিদ।
  • কোনো সরকারি ফটো কপি যেমন আঁধার কার্ড / ভোটার কার্ড।
  • ইনকাম সার্টেফিকেটে।
  • শিক্ষার্থীর নিজস্ব ব্যাংকার পাসবুক।
  • কালোর ফটো।

কিভাবে টাটা সচলারশীপের জন্য অনলাইন আবেদন করবেন ( Apply Online For TATA Pankh Scholarship )

টাটা সচলারশীপের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ অনলাইনের Buddy4Study পোর্টালের মাধ্যমে হবে, আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিচ্যা দিওয়া হলো।

  • রেজিস্টেশন পক্রিয়া :
    আবেদনের জন্য আপনাদের প্রথমে Buddy4Study পোর্টালে ফর্মের প্রোফাইল বানাতে হবে।
  • কোর্স ও স্কলারশিপ সিলেকশন :
    রেজিস্টিং করার পরে আপনাকে নিজের বৃত্তি ক্যাটাগরি নির্ব্বাচন করতে হবে।
  • আবেদনপত্র পূরণ :
    ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনাকে **** বাটনে ক্লিক করতে হবে এবং সেখান থেকে নিজের যাবতীয় একাডেমিক ডিটেলস , নাম , ঠিকানা, স্কুল / কলেজের নাম রোল নম্বর সেগুলো সঠিক ভাবে বর্তে হবে।
  • ডকুমেন্ট আপলোড :
    ফ্রম ফিলাপের্ পরে , আপনারা ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • ফাইনাল সাবমিশন :
    আবেদন পত্র পূরণ এবং ডকুমেন্ট আপলোড করা হয় গেলে, একবার ভালোকরে যাচাই করে নেবেন এবং যদি কোনোরকম ভুল থাকে তা ঠিক করে নেবেন। অবশেসে শর্তাবলী একমত হয়ে গেলে ফর্ম জমা করে দেবেন।

আপনার আবেদনপত্রটি জমা হয়ে গেলে আপনার জমাকরা Email ID এপ্লিকেশন আইডি নম্বর ( Scholarship Application ID ) পাবেন যা আপনাদের পূর্ব বর্তী সময় লাগবে।

গুরুত্বপূর্ণ তারিখ ( TATA Scholarship Application Last Date 2024 )

Tata Pankh Scholarship 2024 Last Date for Applocation 15-Sep–2024, টাটা স্কলারশিপের আবেদন বর্তমানে খোলা আছে এবং ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত ও অনলাইন আবেদন চলবে জানানো হয়েছে।

সুতরাং একজন হাইস্কুল বা কলেজ পড়ুয়া হিসাবে এই সুযোগ অবশই কাজে লাগবে।