Bengal Addaa

Shyam Lata Garg Scholarship

Shyam Lata Garg Scholarship: ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খরচ দিবে এই সংস্থা

Facebook
Twitter
WhatsApp
Telegram

আজকের এই নতুন প্রতিবেদনে আপনাদের সকলকেই স্বাগতম। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এবং মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন প্রফেশনাল কোর্সের জন্য এই বিভিন্ন রকমের স্কলারশিপের ভাগ রয়েছে। আজকে আমরা জিএস স্কলারশিপ এর বিষয়ে আলোচনা করব সেটা কেবল উচ্চমাধ্যমিক পাশ কলেজ যে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। সুতরাং দেরি না করে পুরো বিষয়টি জেনে নিন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।

SMT. Shyam Lata Garg India Scholarship 2024-25

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই স্কলারশিপ এর ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলা রাখা ভালো শ্রীমতি শ্যামলতা গার্গ স্কলারশিপ টি, স্বামী দয়ানন্দ ফাউন্ডেশনের তরফ থেকে আয়োজন করা হয়েছে। ফাউন্ডেশন এর বিভিন্ন প্রান্তে থাকা আর্থিকভাবে দুষ্ট ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য ব্যবস্থা করা হয়ে থাকে।

স্কলারশিপ এর নামShyam Lata Garg Scholarship
বৃত্তির পরিমাণ১০০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা।
আবেদনের শেষ তারিখ৩০ শে অক্টোবর
আবেদনের ওয়েবসাইটBuddy4study

Eligible Criteria: কারা এতে আবেদন করতে পারবে

উচ্চ মাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীদের পিএসসি বোর্ডের অধীনে হলে ন্যূনতম ৮০ শতাংশ এবং অন্যান্য বোর্ডের অধীনে নূন্যতম ৭০ শতাংশ পেতে হবে। অবশ্যই ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক পাশ করে কোন স্বীকৃত ইনস্টিটিউশন এর অধীনে সরকারি কিংবা বেসরকারি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার বা যেকোনো পেশা ডাই কোর্সে ভর্তি হতে হবে।

  • আবেদনকারী প্রার্থীর বাৎসরিক আয় কোন ভাবে ৮ লক্ষ এর উপরে হওয়া চলবে না।
  • আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের বয়স অবশ্যই 19 কিংবা কুড়ি বছরের মধ্যে হতে হবে।

এছাড়াও পারছিরা যদি কলেজে প্রথম বর্ষ উত্তীর্ণ করে দ্বিতীয় বছরের স্কলারশিপের জন্য আবেদন করে থাকেন তবে সে ক্ষেত্রে পূর্ববর্তী সেমিস্টারের ন্যূনতম ৮.০ পেতে হবে।

Document Required: আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র

  1. শিক্ষিত কর্তৃপক্ষের অনুমোদিত কোন আইডি কার্ড ( আধার কার্ড, ভোটার কার্ড কিংবা প্যান কার্ড)
  2. মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশীট
  3. সিট অ্যালটমেন্ট লেটার
  4. সংশ্লিষ্ট প্রশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির রশিদ
  5. পারিবারিক আয়ের উপযুক্ত প্রমাণ পত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট
  6. বিগত এক বছরের ব্যাংকের স্টেটমেন্ট
  7. পার্শ্ববর্তী প্রতিবেশীর রেফারেন্স
  8. সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো।

কিভাবে আবেদন করবেন ?

আবেদনের জন্য প্রথমে আপনাকে উপরে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ Buddy4study প্রবেশ করতে হবে। এবং তারই মধ্যে SMT. Shyam Lata Garg India Scholarship 2024-25 অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনার কাছে স্টার্ট অ্যাপ্লিকেশন অপশন আসবে সেখানে ক্লিক করলে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আবেদনের জন্য কোনরকম মূল্য দিতে হবে না

মনে রাখবেন : আবেদনের জন্য সকল প্রকার প্রয়োজনীয় ডকুমেন্ট অবশ্যই সাধারণত সঙ্গে দেবেন এবং আবেদন প্রক্রিয়া শেষ হলে অবশ্যই এক কপি প্রিন্ট আউট ভবিষ্যতে রেফারেন্সের জন্য রাখবেন।

Official Website: Apply Now