ভারতের রেলে বিপুল পরিমাণ শূন্য পদে নন টেকনিক্যাল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সম্প্রতি। উক্ত পথগুলি তিনি নিয়োগ করার আগে সম্পূর্ণ বিষয় ভালো করে জেনে নিন আজকের এ প্রতিবেদনের মাধ্যমে।
একনজরে
চাকরি প্রার্থীদের জন্য একটা দারুন সুখ হবে। ভারতীয় টেনের পক্ষ থেকে ১১,৫৫৮ টি শূন্যপদে নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি (NTPC) বিভাগে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট নানান পদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতের নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলায় সমগ্র বাসিন্দারা পুরুষ হোক এবং মহিলা ভয়ে এই পদে আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি, মাসিক বেতন, কি করে আবেদন করাহবে, আবেদন ফ্রি সমস্ত কিছু আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তাই এই প্রতিবেদনটি সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন।
RRB NTPC Recruitment 2024
Employment Number
CEN No. 05/2024 (Graduate) & 06/2024 (Undergraduate)
পদের নাম (Graduate)
(Graduate)— Chief Commercial cum Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant cum Typist, Senior Clerk cum Typist
মোট শূন্যপদ
মোট শূন্যপদ : ৮১১৩ টি।
শিক্ষাগত যোগ্যতা
উপরে উল্লেখিত গ্র্যাজুয়েট পদে আবেদন করার জন্য আপনাদের যেকোনো সাবজেক্টের গ্রাজুয়েট ডিগ্রি থাকা দরকার।
বয়স সীমা
গ্রাজুয়েট পদে সমস্ত শূন্য পদে আবেদন করার জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছর বয়স হওয়া দরকার। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের বয়সের ছার থাকবে।
পদের নাম ( Undergraduate)
(Undergraduate)— Commercial Cum Ticket Clerk, Accounts Clerk cum Typist, Junior Clerk cum Typist, Trains Clerk
মোট শূন্য পদ
৩৪৪৫ টি
শিক্ষাগত যোগ্যতা
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য আবেদনকারীদের যে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকা জরুরি। অনেকগুলি পথ রয়েছে যাতে আবেদনকারীদের শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পড়বেন।
বয়স সীমা
এই পদে সমস্ত শূন্য পদে আবেদন করার জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছর বয়স হওয়া দরকার। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের বয়সের ছার থাকবে।
আবেদন পদ্ধতি
সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন অনলাইনের মাধ্যমে করতে পারবেন। রেলওয়ে রিকোয়ারমেন্টে সমর্থক শাখায় আবেদন করতে হলে রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে উল্লেখিত ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে সবার কথা মোবাইল ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে এবং কোন পদে আবেদন করতে চান সেটা সিলেক্ট করতে হবে। সবার শেষের আবেদন ফ্রি পেমেন্ট করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি পেলে তার ফ্রেন্ড আউট নিয়ে রাখতে হবে।
যেসব ডিভিশন থেকে আবেদন করা যাবে সেগুলি হল
আমেদাবাদ, আজমের, বেঙ্গালুরু, ভূপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চন্ডিগড়, চেন্নাই, গোরক্ষপুর, গোয়াহাটি, জম্মু শ্রীনগর, কলকাতা, মালদা, মুম্বাই, মুজাফফরপুর, পাটনা, প্রয়াগ রাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি এবং তিরুপন্তিপুরম।
আবেদন ফি
তপশিলি জাতি এবং উপজাতি ভুক্ত আবেদনকারীরা, এক্স সার্ভিস ম্যান, প্রতিবন্ধী, মহিলা, ট্রান্স জেন্ডার, এবং ওবিসি শ্রেণী প্রার্থীদের জন্য আবেদনটি ২৫০ টাকা। পরীক্ষায় অংশগ্রহণ করার পরে নির্দিষ্ট ব্যাংকে চার্জেস বাদে বাকি টাকা ফেরত দেওয়া হবে। উল্লেখিত শ্রেণীগুলি বাদে আর বাকি সমস্ত জাতির মুক্ত শ্রেণীবিভাগ ৫০০ টাকা আবেদন ফ্রিজ জমা করতে হবে। এ ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করার পর ৪০০ টাকা ফেরত পাবেন পরীক্ষার্থীরা।
আবেদন শুরু
এই নিয়োগের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে।
আবেদন শেষ
এই ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ার জমা করার শেষ তারিখটি হলো ২০ অক্টোবর ২০২৪।