Bengal Addaa

RRB JE Recruitment 2024

ভারতীয় রেলে ৭০০০ শুন্যপদে চাকরির সুযোগ | RRB JE Recruitment 2024

Facebook
Twitter
WhatsApp
Telegram

রেলওয়ে রিকোয়ারমেন্ট বোর্ডের পক্ষ থেকে সম্প্রতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে | এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় আট হাজারের কাছাকাছি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে | নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আজকের এই প্রতিবেদনটি  সম্পূর্ণ শেষ অব্দি পড়ুন |

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ সুখবর,  ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে 8,000 কাছাকাছি পূর্ণ পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে | যাতে  শুধুমাত্র পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা নয় সারা ভারতবর্ষের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তি এখনো অব্দি ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে সবথেকে বেশি সংখ্যক ওয়ার্ডের নিযুক্ত করছে |

RRB JE Recruitment 2024

 রেলওয়ে রিকোয়ারমেন্ট বোর্ড,  মিনিস্ট্রি অফ রেলওয়ের পক্ষ থেকে কর্মী নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে | এই বিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিনটেনডেন্ট, সুপারভাইজার সহ বিভিন্ন  পদে কর্মী নিয়োগ করা হবে। যে কোন ভারতীয় নগরী অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন | পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য |  আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন এবং  আবেদনের শেষ তারিখসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য গুলি উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে |

Employment No – 

Employment No – 03/2024

আরো পড়ুন :- আজ থেকে 12thপাশে জেলা হাসপাতালে নতুন নিয়োগ শুরু, WB Health Dept Recruitment 2024

পদের নাম

পদের নাম – Superintendent, Junior Engineer (JE), Chemical, Research & Metallurgical Supervisor, Material , Chemical & Metallurgical Assistant

মোট শূন্য পদ

মোট শূন্য পদ –   ৭৯৫১ টি। (UR- ৩৫৭৫ টি, SC- ১১১৫ টি, ST- ৫৮৯ টি, OBC- ১৭৯০ টি, EWS- ৮৮২ টি।)

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা – এই সমস্ত শূন্য পদ গুলি আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে কেমিক্যাল টেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা অথবা রসায়নের স্নাতকোত্তর ডিগ্রি ইত্যাদি ডিগ্রীগুলির মধ্যে যেকোনো একটি ডিগ্রী অর্জন করে থাকতে হবে |

মাসিক বেতন

মাসিক বেতন –  সুপারভাইজার পরের জন্য মাসিক ধার্য বেতন হলো ৪৪,৯০০/- টাকা | অন্যদিকে, ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট পদে মাসিক ধার্য বেতন হলো 35,400/- টাকা

বয়স সীমা

বয়স সীমা –  এক জানুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী আগ্রহী আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে |   সমস্ত ধরনের তপশিলি জাতিভুক্ত আবেদনকারী, ওবিসি শ্রেণীভুক্ত আবেদনকারী এবং শারীরিকভাবে প্রতিবন্ধী শ্রেণীর আবেদনকারীদের জন্য সরকারি নিয়োগ অনুযায়ী বয়সের ছার উপলব্ধি থাকবে |

আবেদনের পদ্ধতি

আবেদনের শেষ তারিখ

আবেদনের পদ্ধতি –  রেলওয়ে রিকোয়ারমেন্ট বোর্ড অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন নথিভূক্ত করতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা |  এর জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে নিজেদের রেজিস্ট্রেশন করে নিতে হবে |  বৈধ মোবাইল এবং ইমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করার পর লগইন করে অনলাইন ফর্ম সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। সঠিকভাবে সমস্ত তথ্য পূরণ করার পর নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি আপলোড করতে হবে | সবশেষে ধার্য আবেদন ফ্রি জমা করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে |

আবেদন ফি

আবেদন ফি –  তপশিলি জাতিসত্ত্ব আবেদনকারী, মহিলা এবং ট্রান্সজেন্ডার আবেদনকারী, তালিকাভুক্ত আবেদনকারীদের  ২৫০ টাকা আবেদন ফি জমা করতে হবে |বাকি সমস্ত ক্যাটাগরি আবেদনকারীদের ৫০০ টাকা আবেদন ফি জমা করতে হবে |

নিয়োগ পদ্ধতি

নিয়োগ পদ্ধতি –  পরপর দুটি ধাপে অনলাইন CBT  পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে |  কেবলমাত্র প্রথম পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পারথি ভাই দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে |  দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার ৩০০০ চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে |

Railway CBT 1 Syllabus 2024

SubjectsNo. of Questions
CBT-I
Marks for each Section
CBT-I
Mathematics3030
General Intelligence & Reasoning2525
General Awareness1515
General Science3030
Total100100
Time in Minutes90

Railway CBT 2 Syllabus 2024

SubjectsNo. of Questions
CBT-II
Marks for each Section
CBT-II
General Awareness1515
Physics & Chemistry1515
Basics of Computers and Applications1010
Basics of Environment and Pollution Control1010
Technical Abilities100100
Total150150
Time in Minutes120

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ –    ২৯ আগস্ট ২০২৪ |  ৩০ আগস্ট থেকে ৮ ই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন পত্র সংশোধনের উইন্ডো খোলা থাকবে

Official Notification: Download Now

Official Website: Apply Now