Bengal Addaa

RITES Engineer Recruitment Notification

রেলের অধীনস্থ দপ্তরে সিভিল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ। বিস্তারিত দেখে নিন

Facebook
Twitter
WhatsApp
Telegram

ভারতীয় রেলের অধীনস্থ সংস্থা Rail India Technical and Economic Service (RITES Engineer Recruitment Notification) এর পক্ষ থেকে প্রকাশিত হলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এক্ষেত্রে বেশ কয়েকটি শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে। এই নিয়োগের লিখিত পরীক্ষা থাকছে না কোনরকম নেগেটিভ মার্কিং থাকবে না। এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য অবশ্যই আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ তথা ভারতের সমগ্র চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক বিশেষ সুখবর। কারণ ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে বড় দুটি ভেকেন্সির আমাদের সামনে এসেছে। সেগুলির মধ্যে একটি ইঞ্জিনিয়ারিং উপর ভিত্তি করে বিপুল সংখ্যক চাকরির সুযোগ রয়েছে। এতে আপনারা মেকানিক্যাল ও সিভিল ইঞ্জিনিয়ার হলেই আবেদন করতে পারবেন। ITI ও পলিটেকনিক অথবা B.Tech কোন শিক্ষাগত যোগ্যতা দরকার এতে আবেদন করার জন্য তার সম্পূর্ণ আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আবেদন প্রক্রিয়া, আবেদন ফ্রি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে হলে আজকের এই প্রতিবেদন সম্পন্ন শেষ পর্যন্ত ভালোভাবে পড়ুন।

পদে নাম

এসিস্ট্যান্ট ম্যানেজার ( সিভিল ), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ( S&T ), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ( ইলেকট্রিক্যাল ) [RITES Engineer Recruitment Notification]

মোট শূন্য পদের সংখ্যা

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ১৫ টি। (যার মধ্যে ১১ জন UR, ৩ জন OBC এবং ১ জন SC প্রার্থীকে নিয়োগ করা হবে)।

বয়স সীমা

০৯/০১/২০২৫ তারিখের হিসেবে প্রতিটি চাকরিপ্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন

এই পথগুলিতে চাকরিপ্রার্থীদের মাসিক বেতন ন্যূনতম ১৯,৫০৮/- টাকা পেয়ে থাকবেন।

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা (RITES Engineer Recruitment Notification)

এক্ষেত্রে আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা সমস্ত তথ্য নিচে দেওয়া হল।

১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল): এই পদে আবেদনকারীদের AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

২) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (S&T): এই পথে আবেদনের জন্য AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশন ইত্যাদি বিষয়ে ব্যাচেলার ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

৩) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইলেকট্রিক্যাল): AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরও বিশেষ তথ্য ও জেনে নেওয়ার জন্য অবশ্য অফিশিয়াল নোটিফিকেশন টি দেখে নিবেন এবং অফিশিয়াল ওয়েবসাইটটি ফলো করবেন।

আবেদন পদ্ধতি

অফিসের বিজ্ঞপ্তি অনুসারে যোগ্য ব্যক্তিরা অবশ্যই অনলাইন মাধ্যমে https://www.rites.com অফিসিয়াল ওয়েবসাইটে থেকে আবেদন জানাতে পারবেন। অনলাইন মাধ্যমে আবেদন পত্রটি যথেষ্ট সততার সঙ্গে সম্পূর্ণ তথ্য সঠিক জায়গায় সঠিক ডকুমেন্ট সহকারে ফিলাপ ও আপলোড করতে হবে। এরপরে আপনাদের দরকারি ডকুমেন্ট গুলি পিডিএফ ও ফটো নিম্নলিখিত নিয়ম অনুসারে আপলোড করতে হবে। সবশেষে আবেদনমূল্য প্রদান করে আবেদনটির জমা করে দিতে হবে।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য চাকরি ব্যক্তির বেছে নিয়ে কর্মী হিসেবে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে মোট ১২৫ টি অবজেক্টিভ প্রশ্নর উত্তর দিতে হবে। লিখিত পরীক্ষার উত্তীর্ণ হলেও তবে ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন চাকরিপ্রার্থীরা।

আবেদন মূল্য

  • General/OBC : ৬০০/- টাকা
  • EWS/ SC/ST/ PWD : ৩০০/- টাকা

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরুর তারিখ: ২০/১২/২০২৪
  • আবেদনের শেষ তারিখ: ০৯/০১/২০২৫
  • সম্ভাব্য পরীক্ষার তারিখ: ১৯/০১/২০২৫

Official Notification: Download Now

Official Website: Apply Now