Bengal Addaa

Railway Group D Recruitment 2025

Railway Group D Recruitment 2025 : মাধ্যমিক পাশে রেলে ৩২০০০ নিয়োগ, বিস্তারিত দেখে নিন

Facebook
Twitter
WhatsApp
Telegram

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ২০২৫ সালে রেলওয়ে গ্রুপ ডি 35 হাজারেরও বেশি নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পাশ থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে।(Railway Group D Recruitment 2025)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ তথাকো ওটা ভারতবর্ষের সমগ্র চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি বিশেষ সুখবর। কারণ ইতিমধ্যেই ভারতীয় রেলের পক্ষ থেকে গ্রুপ ডির ৩৫ হাজার বেশি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে গ্রুপ ডি প্রশ্নের জন্য বিভিন্ন পোস্ট রয়েছে। যদি এতে আবেদন করতে চান তাহলে আজকে প্রতিবেদনটি সম্পন্ন পড়ুন। আজকের এই প্রতিবেদনে কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি, আবেদন ফ্রি কত, এক্সাম কিভাবে দিবেন, সিলেবাস কি কি রয়েছে ও ইত্যাদি অনলাইনে তথ্য দেওয়া রয়েছে।

Railway Group D Recruitment 2025 ভারতীয় রেলে গ্রুপ ডি নিয়োগ!

এই নিয়োগ প্রক্রিয়ায় পয়েন্টসম্যান, সহকারী, ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, মেকানিক, টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে আবেদন করা যাবে। পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। এই নিয়োগে মোট ৩২,৪৩৮ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।

কার্যক্রমতারিখ ও সময়
অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বরCEN No. 08/2024
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২২ জানুয়ারি ২০২৫
অনলাইনে আবেদন শুরুর তারিখ২৩ জানুয়ারি ২০২৫ (রাত ১২:০০ টা)
আবেদনের শেষ তারিখ২২ ফেব্রুয়ারি ২০২৫ (রাত ১১:৫৯ টা)
আবেদন ফি প্রদানের শেষ সময়২৩ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৫
সংশোধনের শেষ তারিখ২৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ৬ মার্চ ২০২৫

বেতন কাঠামো

কেন্দ্রীয় সরকারের লেভেল-১ পে স্কেল অনুযায়ী, নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ন্যূনতম ১৮,০০০ টাকা মূল বেতন পাবেন। এছাড়া বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে।

যোগ্যতা (Eligibility)

১. প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে। আইটিআই পাশ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে এটি বাধ্যতামূলক নয়।

২. বয়সসীমা: ১৮ থেকে ৩৬ বছর (Railway Group D Recruitment 2025)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় প্রযোজ্য।

আবেদন সম্পূর্ণ নিয়মাবলী

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট এর সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আবেদনের পূর্বে অবশ্যই ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে বুঝে নেবেন। এরপরে আবেদনের জন্য নিম্নে উল্লেখিত ধাপ গুলি অনুসরণ করে আবেদন জানাতে পারবেন।

  • রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এলাকাভিত্তিক ওয়েবসাইটে প্রবেশ করুন। এক্ষেত্রে আপনি যদি কলকাতার বাসিন্দা হয়ে থাকেন তাহলে www.rrbkolkata.gov.in -এই ওয়েবসাইটে চলে যান।
  • এরপর নিজের মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে নামটি নথিভূক্ত করে নিন।
  • রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে সহজেই আপনি আপনার মোবাইল নম্বরের সাহায্যে একটি অ্যাকাউন্ট লগইন করতে পারবেন।
  • এরপর গ্রুপ ডি পদের জন্য প্রয়োজনীয় আবেদন পত্রটি একেবারে নির্ভুলভাবে পূরণ করুন এবং এর সাথেই নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা যথাযথ সাইজ অবলম্বন করে প্রয়োজনীয় নথিপত্র গুলি আপলোড করে দিন। এখানে নথিপত্রের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, জাতিগত সার্টিফিকেট, আধার কার্ড এবং ঠিকানার প্রমাণ পত্রের মতো তথ্যগুলি প্রয়োজন হবে।
  • সবশেষে ভালোভাবে আবেদনপত্রটির মিলিয়ে নিয়ে জমা করে দিন।
  • এরপরে আবেদনের জন্য নির্ধারিত আবেদনমূল্য জমা করুন।

নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process)

নিয়োগ প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হবে: ১. কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা (১০০ নম্বর)। ২. শারীরিক দক্ষতা পরীক্ষা। ৩. ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষা।

লিখিত পরীক্ষার সিলেবাস

বিষয়নম্বর
জেনারেল সাইন্স২৫
গণিত২৫
রিজনিং৩০
জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স২০
মোট১০০

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫ হল একটি সুবর্ণ সুযোগ, বিশেষ করে যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য। আপনার আবেদন সফল হোক!

Important Update

ফ্রম ফিলাপটি অফিসিয়াল ওয়েবসাইটে শুরু হলেও, আপনারা এই মুহূর্তে আবেদনটি স্থগিত রাখুন। কারণ সম্ভাবনা রয়েছে কিছুদিনের মধ্যে আরো নতুন পোস্ট যুক্ত হবার। তাই অবশ্যই কিছুদিন অপেক্ষা করে এতে আবেদন করবেন। আবেদনের সঠিক সময়, আর কোন কোন জোন , কোন পোস্টে আপনারা আবেদন করলে আপনাদের সুবিধা হবে। সেগুলি জানার জন্য আমাদের WhatsApp, Telegram গ্রুপ গুলিতে যুক্ত হন। আমাদের গ্রুপ গুলির যুক্ত হওয়ার লিংক নিচে দেওয়া আছে অথবা এই প্রতিবেদনের প্রথমে দেওয়া আছে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
আবেদন অনলাইন পোর্টালrrbapply.gov.in