Bengal Addaa

Post Office New Recruitment 2024

পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে আবেদন শুরু হল | Post Office New Recruitment 2024

Facebook
Twitter
WhatsApp
Telegram

পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক দারুন খুশির খবর। কারণ ইতিমধ্যেই পরীক্ষা ছাড়া পোস্ট অফিসে আবেদন শুরু হলো। ইন্টারভিউ এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনারা এতে আবেদন ও চাকরি পাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতের সকল চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। ইতিমধ্যেই পরীক্ষা ছাড়া পোস্ট অফিসে আবেদন শুরু হল। অনেকগুলি ভ্যাকেন্সির সঙ্গে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের সমগ্র রাজ্যের আপনারা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা পশ্চিমবঙ্গেই আবেদন করতে পারবেন। আবেদন ফি, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে হলে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম

পদের নাম হল Executive. এটি একটি Group – C পোস্ট। বর্তমানে প্রায় চাকরিগুলি কন্ট্রাক্টচুয়াল উপর বেরোচ্ছে কিন্তু এই চাকরিটি স্থায়ী অর্থাৎ পার্মানেন্ট চাকরি।

মোট শূন্য পদ

এক্ষেত্রে গোটা ভারত জুড়ে এতে মোট শূন্য পদ রয়েছে – ৩৪৪ টি। পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ রয়েছে – ১৩ টি।

Post Office New Recruitment 2024

মাসিক বেতন

এটি যেহেতু Group – C পোস্ট তাই এতে মাসিক বেতন দেওয়া হবে ৩০,০০০ টাকা।

বয়স সীমা

এক্ষেত্রে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম বয়স ২০ এবং সর্বোচ্চ বয়স ৩৫ থাকা দরকার। এক্ষেত্রে বয়স গণনা করা হবে ১/৯/২০২৪ তারিখ অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা

এক্ষেত্রে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন পাস দরকার। যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পূরণ হয়ে থাকা জরুরি।

পূর্ব অভিজ্ঞতা

এক্ষেত্রে আবেদন করতে হলে আপনাদের পূর্ব ন্যূনতম ২ বছরের GDS এর অভিজ্ঞতা থাকা দরকার।

Important Note: The applicant should have no vigilance/disciplinary case pending against him/her and should also not be serving punishment at the time of applying.

আবেদন ফি

আবেদন ফি ₹ 750/- (অ ফেরতযোগ্য) প্রদেয়। প্রার্থীদের আগে তাদের যোগ্যতা নিশ্চিত করতে হবে
ফি প্রদান/অনলাইনে আবেদন করা। একবার করা আবেদন প্রত্যাহার এবং একবার ফি নেওয়ার অনুমতি দেওয়া হবে না প্রদত্ত কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না বা অন্য কোনো ভবিষ্যতের জন্য রিজার্ভ রাখা যাবে না নির্বাচন প্রক্রিয়া।

আবেদন পদ্ধতি

এতে আবেদন করতে হলে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের আইডি তৈরি করতে হবে। যা তৈরি করতে হলে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি ও মোবাইলে ওটিপি দিতে হবে। এগুলির পরে আপনাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার তথ্য অর্থাৎ ডকুমেন্ট আপলোড করতে হবে । নিজেদের স্থায়ী বাসিন্দা হিসাবে প্রমাণপত্র আপলোড করতে হবে। সবশেষে আপনাদের আবেদন ফ্রি জমা করতে হবে। অফিসের ওয়েবসাইটটি আজকের এই বিজ্ঞপ্তি শেষে দেওয়া রয়েছে।

আবেদন শুরু

ইতিমধ্যেই এর আবেদন প্রক্রিয়ায় শুরু হয়ে গেছে। 11.10.2024 তারিখে এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের শেষ তারিখ

31.10.2024 এই তারিখে আপনাদের আবেদন শেষ হবে। মনে রাখবেন ৩১ তারিখ সম্পূর্ণ হওয়ার আগেই আপনাদের আবেদন করে নিতে হবে এবং আবেদন ফ্রি জমা দিয়ে দিতে হবে। তারিখ পেরিয়ে গেলে কোনরকমের আবেদন পত্র জমা নেওয়া হবে না এবং এডিট করার অপশন থাকবে না।

Official Notification: Download Now

Official Website: Apply Now