Bengal Addaa

Paschim Medinipur BDO Office Recruitment 2024

পশ্চিম মেদিনীপুর BDO অফিসে শুরু হলো নতুন নিয়োগ | Paschim Medinipur BDO Office Recruitment 2024

Facebook
Twitter
WhatsApp
Telegram

Paschim Medinipur BDO Office Recruitment 2024 : পশ্চিম বঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। ভিডিও অফিসে নতুন চাকরির সুযোগ আছে শুরু হয়েছে। Computer জানলে চাকরি। মাসিক বেতন ১৫,০০০/- টাকা। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পন্ন করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ তথা পশ্চিম মেদিনীপুরের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি বিশেষ সুখবর। কারণ পশ্চিম মেদিনীপুরের বিডিও অফিসের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরব কি করে এতে আবেদন করবেন, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, পরীক্ষা দিয়ে এতে নিয়োগ করা হবে, কি কি সিলেবাস রয়েছে, এবং আরো অন্যান্য বিস্তারিত তথ্য, তা জানতে হলে আজকের এই প্রতিবেদনটির সম্পন্ন পড়ুন। অবশ্যই প্রতিবেদনটি আপনাদের বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন যাতে তাদের ও সুবিধা হয়।

পদের নাম

পদের নাম – Accountant ( একাউন্টেন্ট )

মাসিক বেতন

মাসিক বেতন – ১৫,০০০ /- টাকা।

ক্যাটাগরি

ক্যাটাগরি – SC ( Schedule Cast )

সময়কাল

সময়কাল – এই পদে কন্ট্রাকচুয়াল নেওয়া হচ্ছে। তাই প্রতিবেদন অনুযায়ী এক বছরের জন্য প্রার্থীদের নেওয়া হবে।

মোট শূন্যপদ

মোট শূন্যপদ – ১ টি। শূন্য পদের সংখ্যা ভবিষ্যতে বাড়ানো যেতে পারে।

বয়স সীমা

বয়স সীমা – এই পদে আবেদন করতে হলে নোটিফিকেশন অনুযায়ী 40 বছর বয়সের মধ্যে আপনাদের বয়স হতে হবে। অর্থাৎ ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত বয়সের সীমা রয়েছে। মাধ্যমিক পাস করলেই আপনার এখানে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশের এডমিট বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে।

Name of the PostACCOUNTANT
Remuneration:Rs. 15,000/- er month Consolidated
No of osts:01
Cate oSC Schedule Cast
Tenure of Service:On earl contract
Age:Not more than 40 years as on first date of the year of publication of the Advertisement. N.B.: Age as recorded only in the Madhyamik or equivalent certificate will be accepted. Candidates belonging to Scheduled Caste shall be entitled to a concession of five ears.
Residential Qualification:Applicant must be a citizen of India. (Residential proof: Aadhaar card[E ic card must be rovided
Essential Qualification & Experience:I) Commerce graduate with Honours. ) Working knowledge of Computers and ability to work in MS Office Packages (MS Word, MS Excel, MS PowerPoint). Working Knowledge of Spreadsheet, Tally, and Presentation Packages. ) Minimum 3 years of working experience in any Government or NonGovernment Or anisation.
Job Responsibilityverall responsibility of maintaining accounts for the District Project Management Unit (DPMU) and/ or Sub-Divisions, preparation of reports, com ilation, forecast, anal sis of various data etc.
Mode of Examinationt will be a three-stage selection process for the posts with 100 marks istributed as under. Written Test comprising of General knowledge and current affairs, General Mental Ability, Arithmetic, English and Accountancy: 50 marks. Computer Test: 40 marks.Personali Test: 10 marks.

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট হয়ে থাকা বাঞ্ছনীয়। তারই সঙ্গে কম্পিউটারের উপর ডিপ্লোমা সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়। কম্পিউটারের মধ্যে আপনাদের MS Office, MS Excel, MS PowerPoint, Tally, সম্পর্কিত সমস্ত প্রকারের কাজ জানা দরকার।

এই আবেদনে ভারতীয় নাগরিক হওয়া বাঞ্ছনীয়। আবেদনের সময় আপনাদের ভারতীয় নাগরিক হিসেবে সমস্ত ডকুমেন্ট দেখাতে হবে।

কাজের পূর্ব অভিজ্ঞতা

কাজের পূর্ব অভিজ্ঞতা – কম্পিউটারের উপরে অর্থাৎ MS Office, MS Excel, MS PowerPoint, Tally উপরে আপনাদের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সার্টিফিকেট দরকার সরকারি অথবা বেসরকারি সংস্থার হলেও চলবে।

কাজের দায়িত্ব

কাজের দায়িত্ব – এই কাজের যুক্ত প্রার্থীদের অনেকগুলি দায়িত্ব থাকবে, ওই সকল দায়িত্বগুলি হল। আপনাদের ডিস্ট্রিক্ট প্রজেক্ট এর সমস্ত প্রকার হিসাব পত্র গুছিয়ে রাখতে হবে এবং তার দায়িত্ব নিতে হবে, জেলার সমস্ত প্রকার প্রজেক্ট এর হিসাব পত্রের দায়িত্ব এবং এনালাইসিস ও ডাটা সম্পর্কিত কাজে করতে হবে।

আবেদন পদ্ধতি

আবেদন পদ্ধতি – আবেদন করতে হলে আপনাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে একটি ফর্ম দেওয়া আছে। তা ডাউনলোড করতে হবে। ফর্ম এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির ডাইরেক্ট ডাউনলোড লিংক আমাদের এই প্রতিবেদনে শেষে দেওয়া আছে। পিডিএফ ডাউনলোড করার পরে তার মধ্যে থাকা কমটিকে প্রিন্ট করে নিতে হবে, এবং তার মধ্যে যত রকমের গুরুত্বপূর্ণ ঘরগুলি রয়েছে সেগুলিকে আপনাদের সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করা ফরম পিক এবং আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের প্রমাণপত্র, বয়সে প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, কাজের পূর্ব অভিজ্ঞতার প্রমাণপত্র সহ একসঙ্গে দেখে একটি খামের মধ্যে ভর্তি হবে। এবারে এই সমস্ত কিছু তথ্য গুলি আপনাদের পশ্চিম মেদিনীপুরের রুপশ্রী প্রকল্প আন্ডার DPMU, পশ্চিম মেদিনীপুরে অবস্থিত PUP Building এর Drop Box জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি

নিয়োগ পদ্ধতি – এই নিয়োগের সবার প্রথম আপনাদের ৫০ নাম্বারের পরীক্ষা দিতে হবে। যার মধ্যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ারস এবং জেনারেল মেন্টাল এবিলিটিঅ্যাডিডমেটিক, ইংলিশ, একাউন্টেন্সি উপরে প্রশ্ন করা হবে। তারপরে আপনাদের ৪০ নম্বরের কম্পিউটারের পরীক্ষা নেওয়া হবে। সবার শেষে ১০ নাম্বারের পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ নেওয়া হবে।

আবেদন শুরু

আবেদন শুরু – ইতিমধ্যেই এই প্রক্রিয়ায় আবেদন শুরু হয়ে গেছে।

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ – এই আবেদনে শেষ তারিখ ২৪ অক্টোবর ২০২৪, বিকেল 5.30 P.M., মিনিট পর্যন্ত

Official Notification: Download Now

Official Website: Visit Now