Bengal Addaa

Madhyamik History Suggestion 2025

Madhyamik History Suggestion 2025: মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025, অবশ্যই দেখে নাও

Facebook
Twitter
WhatsApp
Telegram

সামনে মাধ্যমিক পরীক্ষা 2025, ছাত্র-ছাত্রীরা জোর করে প্রস্তুতি চলছে। জীবনে প্রথম পরীক্ষা বড় পরীক্ষা হিসেবে বোর্ডের ইতিহাস পত্র তোমাদের দেব। আজকে প্রতিবেদনের মাধ্য মিক ২০২৫ এর ইতিহাস সাজেশন দেওয়ার রয়েছে যেটা পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আগামী কিছুদিনের মধ্যেই তোমাদের মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে এবং তার কিছুদিন পর মাধ্যমিক পরীক্ষা রয়েছে। তাই আমাদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার জন্য এবং মাধ্যমিকের টেস্ট পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ে কিছু সাজেশন দেওয়া হচ্ছে। এই মাধ্যমিক ইতিহাস সাজেশন দিক সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। তারই সঙ্গে মাধ্যমিকের নম্বর বিভাজন মাথায় রেখে তৈরি করা হয়েছে।

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025

BengalAddaa এর তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার সুবিধার জন্য ইতিহাস সাজেশন 2025 তৈরি করা হয়েছে। সাজেশন এর মধ্যে থাকা প্রশ্নগুলি মাধ্যমিক ২০২৫ এ আসতে পারে। নিচে প্রশ্নগুলি দেওয়া হল।

অধ্যায়ভিত্তিক দুই নম্বরের প্রশ্ন (2 marks Short Question)

প্রথম অধ্যায়

  1. নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো?
  2. ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে কেন?
  3. নারীর ইতিহাস গুরুত্ব লেখ?
  4. নিম্নবর্গের ইতিহাস কাকে বলে?
  5. ফটোগ্রাফির ইতিহাস, খেলার ইতিহাস, পরিবেশের ইতিহাস, স্থানীয় ইতিহাস, নারীর ইতিহাস কি?
  6. ভারতের প্রথম শবব্যবচ্ছেদকারী চিকিৎসক কে ? 
  7. ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী ?
  8. ‘ নবান্ন ‘ নাটক কে রচনা করেন ? 
  9. ভারতমাতা ছবিটি কার আঁকা ? 
  10. মাদ্রাজ মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় ? 
  11. ‘ জীবনের ঝরাপাতা ‘ প্রথমে কোন পত্রিকায় ছাপা হয় ?
  12. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা কে শুরু করেন ? 
  13. অ্যানাল স্কুল কে প্রতিষ্ঠা করে ?
  14. চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন ?
  15. 2011 : নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন ? 
  16. ভারতে প্রথম বন সংরক্ষণ আইন চালু হয় ?
  17. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ?
  18. ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী ? 
  19. বঙ্গদর্শন পত্রিকা কবে , কার সম্পাদনায় প্রকাশিত হয় ?
  20. ‘ বন্দেমাতরম ‘ গান কোন উপন্যাসের অন্তর্গত ? 
  21. একাত্তরের ডায়েরি কার লেখা ? 
  22. ‘ হতুমপ্যাচার নক্সা ‘ কে রচনা করেন ? 
  23. উত্তর ন্যাশনাল জিমনেশিয়াম কে প্রতিষ্ঠা করেন ? 
  24. ক্রিকেট খেলা প্রথম কোন দেশে শুরু হয় ? 
  25. ক্রিকেট খেলা নিয়ে প্রথম প্রকাশিত বাংলা বই কোনটি ?
  26. ‘ খো খো খেলার সূত্রপাত প্রথম কোন দেশে হয়েছিল ? 
  27. নাট্যশাস্ত্রের ব্যাখ্যাকারের নাম কী ? 
  28. বাংলার লোকনৃত্য কী নামে পরিচিত ? 
  29. সত্যজিৎ রায় কতগুলি চলচ্চিত্র নির্মাণ করেন ? 
  30. মুঘল যুগের চিত্রকলা কী নামে পরিচিত ?

দ্বিতীয় অধ্যায়

  1. নব্য বঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়?
  2. ব্রাহ্মসমাজ এর দুটি সংস্কার লেখ?
  3. নারী শিক্ষায় রাধাকান্ত দেব এর ভমিকা কি?
  4. শিক্ষা বিস্তারে প্রাচ্য-পাশ্চাত্য বিতর্ক কি?
  5. কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
  6. উডের প্রতিবেদন কি? দুটি সুপারিশ লেখ?
  7. ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন?
  8. মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন?
  9. তিন আইন কী?

তৃতীয় অধ্যায়

  1. বিপ্লব বলতে কী বোঝো?
  2. মুন্ডা বিদ্রোহ লক্ষ্য কি?
  3. খুৎকাঠি প্রথা কি?
  4. নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়?
  5. কেনারাম ও বেচারাম কী?
  6. তিতুমীর স্মরণীয় কেন?

চতুর্থ অধ্যায়

  1. মহাবিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ লেখ।
  2. ইলবার্ট বিল কি?
  3. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি?
  4. হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়?
  5. কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন?
  6. ভারতমাতা চিত্রটির বিষয়বস্তু কি?
  7. জমিদার সভা কবে কেন গঠিত হয়?
  8. উনিশ শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন?

পঞ্চম অধ্যায়

  1. শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখ।
  2. ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল?
  3. জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কি উদ্দেশ্যে গঠিত হয়?
  4. পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন?
  5. কে কেন বেঙ্গল কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন?
  6. বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য?
  7. রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কি?
Madhyamik Bengali Suggestion 2025 , Madhyamik History Suggestion 2025

একটি বাক্যে উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ১)

  1. কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?
  2. নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রীর নাম কী?
  3. অগ্নিযুগে অগ্নিকন্যা নামে কে অভিহিত হন?
  4. ‘নদীয়া কাহিনী’ কার লেখা?
  5. ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
  6. ‘কলিকাতা দর্পণ’ গ্রন্থটি কে রচনা করেন?
  7. ঐতিহাসিক বিবরণ-সমৃদ্ধ সরকারি নথিপত্রের একটি উদাহরণ দাও।
  8. সরলাদেবী চৌধুরাণীর আত্মজীবনী গ্রন্থের নাম কী?
  9. প্রথম বাংলা সংবাদপত্র/মাসিক পত্রিকা কোনটি?
  10. প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি?
  11. বাংলার নীল চাষীদের ওপর অত্যাচারের তথ্যাদি কোন সরকারি নথি থেকে পাওয়া যায়?
  12. অ্যানাল গোষ্ঠীর কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো।
  13. ‘গ্রামবার্তা প্রকাশিকা’-র সম্পাদক কে ছিলেন?
  14. ভারতে প্রথম কবে, কোথায় রেলপথ চালু হয়?
  15. মেধা পাটেকর কে?
  16. কি কবে ‘বঙ্গদর্শন’ পত্রিকা প্রকাশ করেন?
  17. কোন পত্রিকাকে ‘গ্রামীণ সংবাদপত্রের জনক’ বলা হয়?
  18. ‘আত্মীয়সভা’ কে প্রতিষ্ঠা করেন?
  19. নীলবিদ্রোহের প্রেক্ষাপটে কোন বাংলা নাটকটি রচিত হয়?
  20. কোন নির্দেশনামাকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা মহাসনদ বলা হয়?
  21. কোন বাঙালি বাংলায় নারীশিক্ষার প্রসারে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ নেন?
  22. স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
  23. বিধবাবিবাহ আইন পাশ হওয়ার পর প্রথম কোন বিধবার বিবাহ হয়?
  24. কে, কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
  25. কোন রিপোর্টের ভিত্তিতে কবে কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন?
  26. কোন নির্দেশনামার ভিত্তিতে কবে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
  27. ডিরোজিও কে ছিলেন?

অনধিক তিনটি বাক্যে উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ২)

  1. হরিপদ ভৌমিক ইতিহাসে বিখ্যাত কেন?
  2. ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
  3. নারী ইতিহাসচর্চার গুরুত্ব কী?
  4. আত্মজীবনী ও স্মৃতিকথা কী?
  5. জাতীয়তাবাদ বিস্তারে খেলা কীভাবে সাহায্য করে?
  6. স্থানীয় ইতিহাস চর্চা জরুরি কেন?
  7. কোন একটি শহরের ইতিহাস, ইতিহাসের কোন কোন দিক উন্মোচন করে?
  8. প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কী?
  9. উডের ডেসপ্যাচ কী? অথবা, চার্লস উডের নির্দেশনামায় উল্লিখিত সুপারিশগুলি আলোচনা করো।
  10. ‘অ্যানাল স্কুল’ কী?
  11. রেলপথের প্রসার এক-এক দেশে এক এক রকম প্রভাব ফেলেছে- এমন উদাহরণ দাও?
  12. কে ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজী অনুবাদ করেন এবং কার নামে এটি প্রকাশিত হয়?
  13. ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পূর্বে ভারতের শিক্ষাব্যবস্থা কিরূপ ছিল?
  14. কে, কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা করেন?
  15. পাশ্চাত্য শিক্ষার দাবিতে রামমোহন রায়ের পত্র (১৮২৩ খ্রিঃ) সম্পর্কে কী জান?
  16. মেকলে মিনিট-এ কী বলা হয়?
  17. হাজি মহম্মদ মহসীন বিখ্যাত কেন?
  18. আধুনিক ইতিহাসচর্চায় পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
  19. বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ারের ভূমিকা কী ছিল?
  20. নারীসমাজের ইতিহাসচর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম লেখো।
  21. ঐতিহাসিক উপাদান হিসেবে চিঠিপত্রের গুরুত্ব কী?
  22. বামাবোধিনী পত্রিকা কেন প্রকাশিত হয়?
  23. ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার অন্যতম উদ্দেশ্য কী ছিল?
  24. শিক্ষাক্ষেত্রে ১৮১৩ খ্রিঃ সনদ আইনের গুরুত্ব কী ছিল?
  25. রামমোহন রায় ও ইয়ং বেঙ্গল দলের সমাজসংস্কার আন্দোলনের লক্ষ্যের মধ্যে পার্থক্য কোথায়?
  26. স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানরূপে ব্যবহার করা হয়?
  27. ব্রিটিশ সরকার কেন ১৮৯৮ খ্রিস্টাব্দে ‘সোমপ্রকাশ’ সাময়িকপত্রের প্রকাশ বন্ধ করে দেয়?
  28. আঠারো শতককে কেন ‘অন্ধকার যুগ’ বলা হয়?
  29. মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন?
  30. বিধবাবিবাহ আইন প্রবর্তনের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা লেখ।
  31. হরিনাথকে ‘কাঙাল হরিনাথ’ বলা হয় কেন?
  32. ‘তিন কাঠিয়া’ কথা বলতে কী বোঝো?
  1. কোন প্রেক্ষাপটে সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ঘটেছিল?
  2. হাজি শরিয়ত উল্লাহ কে ছিলেন?
  3. দাদনি বা বে-এলাকা চাষ বলতে কি বোঝ?
  4. দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস কে ছিলেন?
  5. উপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহ গুলির প্রধান কারণ কী ছিল?
  6. বনাঞ্চলগুলির ওপর ঔপনিবেশিক কর্তৃত্ব বৃদ্ধির দুটি কারণ উল্লেখ করো।
  7. ‘দিকু’ কাদের বলা হত?
  8. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের ফলাফল বা গুরুত্বগুলি উল্লেখ করো।
  9. উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে ‘সভাসমিতির যুগ’ বলা হয় কেন?
  10. উপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির প্রধান কারণ কী ছিল?
  11. কোল বিদ্রোহের প্রধান কারণগুলি কি ছিল?
  12. বালাকোটের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধের পরিণতি কী হয়েছিল?
  13. ‘বে-এলাকা’ বা ‘রায়তি’ বা ‘দাদনী’ বলতে কী বোঝ?
  14. দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস কে ছিলেন?
  15. এনফিল্ড রাইফেল-এর টোটার ঘটনাটি কী? অথবা, ১৮৫৭ খ্রিঃ বিদ্রোহের (সিপাহী বিদ্রোহের) প্রত্যক্ষ কারণ কী ছিল?
  16. মহারানির ঘোষণাপত্রের দুটি উল্লেখযোগ্য ঘোষণার উল্লেখ করো।
  17. ‘অস্ত্র আইন’ (১৮৭৮ খ্রিঃ)-এর বিরুদ্ধে ভারতসভার আন্দোলনের পরিচয় দাও।
  18. ইলবার্ট বিল কী?
  19. বিদ্যাসাগর ‘নারীশিক্ষা ভান্ডার’ গঠন করেছিলেন কেন?
  20. পাশ্চাত্য শিক্ষার দুটি সুফল বর্ণনা করো।
  21. ‘বিপ্লব’ (Revolution) বলতে কী বোঝায়?
  22. কোন কোন অঞ্চল নিয়ে জঙ্গলমহল অঞ্চল গঠিত?
  23. কেনারাম ও বেচারাম বলতে কী বোঝ?
  24. ‘কুদেতা’ কাকে বলে?
  25. মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল?
  26. ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
  27. কে, কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? এই বিশ্ববিদ্যালয় কোন্ কোন্ বিষয়ে পড়ানো হয়?
  28. বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল?
  29. উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’- এর ভূমিকা কী ছিল?
Madhyamik History Suggestion 2025

নীচের প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৪)

  1. আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে পুলিশ ও গোয়েন্দাবাহিনীর ভূমিকা এবং তার ব্যবহারের পদ্ধতি আলোচনা করো।
  2. চিকিৎসাবিদ্যাচর্চার ইতিহাসে মেডিক্যাল কলেজের অবদান আলোচনা করো।
  3. উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো।
  4. সাম্প্রতিককালে খেলাধূলা ও খেলাধুলার ইতিহাসচর্চা কীভাবে জনপ্রিয় হয়ে উঠেছে?
  5. ইতিহাসের উপাদান রূপে ‘বঙ্গদর্শন’ এবং ‘সোমপ্রকাশ’ পত্রিকা দুটির মূল্যায়ন করো।
  6. আধুনিক ভারতের ইতিহাসচর্চার প্রধান উপাদানগুলি কী?
  7. সাময়িক পত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য কী?
  8. নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী ভূমিকা ছিল?
  9. উনবিংশ শতকের ধর্মসমাজ জীবনে রামকৃষ্ণ পরম হংসদেবের ভূমিকা লেখ।
  10. ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থে উনিশ শতকের বাংলার সমাজের কী প্রতিফলন লক্ষ্য করা যায়?
  11. ভারতে ইংরেজি শিক্ষার প্রসারে বিদেশিদের ব্যক্তিগত ও খ্রিস্টান মিশনারীদের উদ্যোগের উল্লেখ করো।
  12. বাংলার নীলচাষিদের কল্যাণে ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? অথবা, নীলকরদের বিরুদ্ধে হরিশচন্দ্র মুখোপাধ্যায় ও তাঁর ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার ভূমিকা কী ছিল?
  13. বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে ডিরোজিও-র নেতৃত্বাধীন ‘নব্যবঙ্গ গোষ্ঠী’ বা ‘ইয়ং বেঙ্গল গোষ্ঠী’র কার্যাবলি মূল্যায়ন করো।
  14. চুয়াড় বিদ্রোহের কারণ ও প্রসার সম্পর্কে আলোচনা করো। অথবা, চুয়াড় বিদ্রোহের বিবরণ দাও।
  15. কোল বিদ্রোহের বিভিন্ন কারণ উল্লেখ করো।
  16. পাগলপন্থী বিদ্রোহ সম্পর্কে কী জান?
  17. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ত শ্রেণির বিদ্রোহ ও জাতীয় বিদ্রোহ বলার ক্ষেত্রে কী যুক্তি দেওয়া হয়?
  18. মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল?
  19. আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
  20. উনিশ শতকে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে কোন্ বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
  21. সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল?
  22. জাতীয় শিক্ষা পরিষদ-এর উদ্যোগ এবং জাতীয় শিক্ষার প্রসার কেন ব্যর্থ হয়?
  23. বাংলায় ওহাবী আন্দোলনের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো।
  24. বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা, বঙ্গভাষা প্রকাশিকা সভা -কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন?
  25. জাতীয় শিক্ষা পরিষদ-এর উদ্যোগ এবং জাতীয় শিক্ষার প্রসার কেন ব্যর্থ হয়?
  26. অসহযোগ আন্দোলনের পর্বে‌ (১৯২০-২২ খ্রিঃ) বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও। ‌
  27. আইন অমান্য আন্দোলনের (১৯৩০ খ্রিঃ) সংক্ষিপ্ত পরিচয় দাও।
  28. টীকা লেখোঃ কিষান সভা/নিখিল ভারত কিষান সভা।

নীচের প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৮)

  1. উনিশ শতকে নারীশিক্ষা বিস্তারে ড্রিংকওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন?
  2. স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ বা ‘নব্য বেদান্ত’ ব্যাখ্যা করো।
  3. ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল?
  4. রংপুর বিদ্রোহের (১৮৮৩ খ্রিষ্টাব্দ) কারণ, বিস্তার ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।
  5. নীলবিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
  6. জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে আলোচনা করো।
  7. বিশ শতকে ভারতের কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও।
  8. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দাও।
  9. বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও।
  10. দলিত আন্দোলনের কারণ কী ছিল?
  11. উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগের বিশ্লেষণ করো।