Bengal Addaa

Madhyamik 2025 From Fill Up: মাধ্যমিক পরীক্ষার ফরম ফিলাপ অনলাইনে! কবে শুরু? পর্ষদের নোটিশ দেখে নিন

Facebook
Twitter
WhatsApp
Telegram

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপের প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে হবে। যা পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মধ্যশিক্ষা পর্ষদের ( West Bengal Board Of Secondary Education) তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার মধ্যে নতুন প্রক্রিয়ার নিয়মাবলী ও সময়সূচী সম্পর্কে বিস্তারিত নির্দেশ দেওয়া রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনার বাংলার মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু সাজেশনও পেয়ে যাবেন। সেই সকল সাজেশন গুলি পেতে হলে প্রতিবেদনের মধ্যে মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ বলে লেখা পাবেন তাতে ক্লিক করলেই আপনারা বাংলা সাজেশন পেয়ে যাবেন।

Madhyamik Form Fill Up: মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ অনলাইনে

মাধ্যমিক পরীক্ষার্থীদের অনলাইন ফর্ম ফিলাপ প্রক্রিয়া ২ ডিসেম্বর ২০২৪ সকাল ১১ টা থেকে শুরু হবে এবং ১৮ই ডিসেম্বর ২০২৪ মধ্যরাত পর্যন্ত চলবে। প্রত্যেক শিক্ষকদেরকে অফিসিয়াল ওয়েবসাইট তথা www.wbbsedata.com ভিসিট করে এর মধ্যেই ফরম ফিলাপ সম্পন্ন করতে হবে। ফরম ফিলাপ চলাকালীন নিয়মাবলী ও গাইডলাইন দেওয়া থাকবে। যা প্রতিটি স্কুলের মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

CWSN (Children wLWith Special Needs) শিক্ষার্থীদের জন্য প্রকৃত নির্দেশিকা জারি করা হয়েছে। এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে ফার্থিদের প্রতিক্রিয়ায় ফর্ম ফিলাপ করার ক্ষেত্রে যেন কোনো রকম অসুবিধা না হয় , সেই দিকে স্কুল কর্তৃপক্ষকে বিশেষ নজর রাখতে হবে।

সংগ্রহ করে নিন: মাধ্যমিক 2025 বাংলা সাজেশন

Madhyamik 2025 Form Fill Up Date: ফরম ফিলাপের অনলাইন সময়সূচী

আগে নির্ধারিত 12 ও 13 নভেম্বর এবং 11 ও 12 ডিসেম্বরের ক্যাম্প অফিস গুলি বাতিল করা হয়েছে। কারণ এই বছরে ফর্ম বিতরণ ও গ্রহণ অনলাইনে সম্পূর্ণ হবে। তবে ২০ ও ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি ক্যাম্প অফিস আয়োজন করা হবে। যার মাধ্যমে ক্লাস IX – এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণ করা হবে।

The enrolment process for eligible candidates (Regular, Continuing, and Compartmental)….. for appearing at the Madhyamik Pariksha (Secondary Examination), 2025, will be conducted entirely online on and from 11 AM, 02.12.2024 and continued till 12 Midnight, of 18.12.2024.

বিষয়বিষয়
অনলাইন ফর্ম ফিল-আপ শুরু২ ডিসেম্বর ২০২৪ (সকাল ১১টা)
ফর্ম ফিল-আপ শেষ১৮ ডিসেম্বর ২০২৪ (মধ্যরাত)
প্রয়োজনীয় নির্দেশিকা ও নির্দেশাবলী সংক্রান্ত অফিসিয়াল নোটিশ
Notice No: DS(C)/131/24, Date: 09.11.2024
Download PDF

এই সমস্ত ক্ষেত্রে অনলাইনের কাজই কুলের উপর দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের খুব একটা কিছু করতে হবে না। এই প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

সকল ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার জন্য এই অনলাইন ফরম ফিলাপ প্রক্রিয়া পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার একটি বড় পদক্ষেপ। এটি শুধুমাত্র ফরম ফিলাপের ক্ষেত্রে সহজতর করবে না। বরং সঠিক সময়ে কাজ সম্পন্ন করতে সহায়তা করবে।