Kolkata Science City Recruitment 2024: পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। কলকাতা সাইনসিটির পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকের এই প্রতিবন্ধী সম্পন্ন পড়ুন।
একনজরে
চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর কারণ কলকাতা সাইনসিটির পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো ইতিমধ্যেই। দীর্ঘদিন ধরে যারা চাকরি পরীক্ষার জন্য করছেন তাদের জন্য আরও একটি নতুন সুখবর। কারণ শুধুমাত্র মাধ্যমিক পাশের উপর আপনারা এখানে আবেদন জানতে পারবেন এবং কোনো রকম পরীক্ষা ছাড়াই এখানে নিয়োগ করা হবে।
National Council of Science Museum ( NCSM ) এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের কলকাতা দপ্তর থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অনেকগুলি পদে স্টাফ নিয়োগ করা হবে বেকার যুবক যুবতীরা এই পদে আবেদনের জন্য যোগ্য। গোটা ভারত তথা পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার সমগ্র চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে। মহিলা এবং পুরুষ উভয়ই এখানে আবেদনের জন্য যোগ্য। কি করে আবেদন করবেন, বেতন কত পাবেন, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য জানতে হলে আজকের এই প্রতিবেদনটির সম্পন্ন পড়ুন।
নিয়োগ সংস্থা
নিয়োগ সংস্থা – National Council of Science Museum ( NCSM )
পদের নাম
পদের নাম – এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। উল্লেখিত পদ গুলি হল –
- টেকনিশিয়ান এর মধ্যে কম্পিউটার, ড্রাফটসম্যান , ইলেকট্রনিক্স।
- অফিস অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ
মোট শূন্যপদ – এখানে ১২ জন নতুন কর্মী কে নিয়োগ করা হবে।
- টেকনিশিয়ান এ ৬ জন। যাদের মধ্যে UR, SC তে মোট শূন্য পদ ০১ টি এবং EWS মধ্যে মোট শূন্যপদ ০৪ টি।
- অফিস অ্যাসিস্ট্যান্ট পদে ০৬ জনকে নিয়োগ করা হবে। যাদের মধ্যে UR ৩ টি, OBC ২ টি এবং SC ১ টি।
অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে –
বয়স সীমা
৩০/৯/২০১৪৪ তারিখ ধরে যে সকল প্রার্থীদের বয়স ২৫ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদন জানাতে পারবে। অর্থাৎ সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ বয়সসীমা হলো ২৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা
উচ্চ মাধ্যমিক পাস সকল প্রার্থী আবেদনের জন্য যোগ্য। এছাড়া এই পদে আবেদন করতে অবশ্যই কম্পিউটার বিষয়ে জ্ঞান সম্পন্ন হতে হবে। এক মিনিটে ইংরেজিতে ৩৫টি ওয়ার্ডের এবং হিন্দিতে ত্রিশটি ওয়ার্ডের কম্পিউটারের মধ্যে লেখার স্পিড থাকা অবশ্যই দরকার ।
টেকনিশিয়ান পদগুলির ক্ষেত্রে –
বয়স সীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের 30-9-2024 তারিখ ধরে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে। অর্থাৎ আবেদনকারীদের ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়স হওয়া দরকার।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য নূন্যতম মাধ্যমিক পাশের সঙ্গে সংশ্লিষ্ট তেরে আইটিআই পার্ক অথবা ডিপ্লোমা করা সকল প্রার্থীরা এতে আবেদনের করতে পারবে। এছাড়া এই পদে আবেদন করতে হলে অবশ্যই ০১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
আরো পড়ুন :- রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কাজের সুযোগ
বেতন
এ পদের চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসেবে সর্বনিম্ন ১৯৯০০ টাকা থেকে সর্বোচ্চ ৬৩,২০০ টাকা দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ-সুবিধা রয়েছে। সব মিলিয়ে ৩৭,৮৪৫ টাকা প্রদান করা হবে প্রথম মাসে।
আবেদন ফি
এই পদে আবেদন করতে আবেদন ফি লাগবে।
- এখানে আবেদন করতে হলে ৮৮৫ কাকা আবেদন ফি দিতে হবে।
- মহিলা প্রার্থী, প্রাক্তন সরকারি কর্মী, শারীরিক প্রতিবন্ধী, তপশিলি জাতি বা তপশিলি উপজাতি শ্রেণীভুক্ত প্রার্থীদের কোনরকম আবেদন ফি লিখতে হবে না।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানাতে হলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদের সমস্ত তথ্য পূরণ করতে হবে। অফিসের ওয়েবসাইটের ডাইরেক্টলি এই প্রতিবেদনের শেষে দেওয়া আছে।
গুরুত্বপূর্ণ তথ্য
মনে রাখবেন, এই প্রক্রিয়া আবেদন করতে হলে একবারই আপনারদের সমস্ত কিছু ডকুমেন্ট আপলোড এবং ফরম ফিলাপ করার সুযোগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়ায় কোনো রকম ভুল হলে তার সংশোধন অর্থাৎ এডিট করার সুযোগ থাকবে না। তাই ফরম ফিলাপ টি সাবধানতার সঙ্গে করবেন।
ডকুমেন্ট
এই প্রক্রিয়া আবেদন জানাতে হলে আপনাদের যে সমস্ত ডকুমেন্ট গুলি লাগবে তা হল।
- পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ( JPEG/ JPG সাইজ – 100KB)
- স্ক্যান করার স্বাক্ষর ( ( JPEG/ JPG সাইজ – 100KB)
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ( JPEG/ JPG সাইজ – 100KB)
নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসের নোটিশ এবং ওয়েবসাইটের লিংক প্রতিবেদনে শেষে দেওয়া আছে।
আবেদন শুরু
ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
আবেদন শেষ
৩০/৯/২০২৪ তারিখ পর্যন্ত আপনার এখানে আবেদন জানাতে পারবেন।