Bengal Addaa

ভারতীয় রেল

ভারতীয় রেল বিনামূল্যে প্রশিক্ষণ, ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড ৭০০০ টাকা 

Facebook
Twitter
WhatsApp
Telegram

সাবলীল বেকার যুবক-যুবতীদের জন্য ভারতীয় রেলে পক্ষ থেকে বিশেষ খুশির খবরব প্রকাশ হলো।  ভারতীয় রেখে বিভিন্ন শাখায় স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের ওধনীনে এপ্রেন্টিস নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পড়ুন আজকের এই প্রতিবেদনে মাধ্যমে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতের সরকারি চাকরির প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হলো ভারতীয় রেল। সারা ভারত ব্যাপী এই রেলের বিস্তৃতি থাকায় প্রত্যেক রাজ্জাই কেন্দ্র সরকারের অধীনে রেলের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করা হলো। সরাসরি পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হলেও বেশ কিছু বিভাগ আছে। যেগুলিতে ট্রেনিং এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হয় |  সভ্যতা সম্পন্ন বেকার যুবক যুবতীদের কাছে এটি একটি দারুণ সুখবর ও সুযোগ |  সম্পত্তি ভারতীয় রেলের পক্ষ থেকে নতুন একটি অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে |  

ভারতীয় রেলের রিকোয়ারমেন্ট সেল এর পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে |  উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন | পুরুষ এবং মহিলা উভয়ের প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য |  কোন বিভাগে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, মাসিক স্টাইপেন্স পরিমাণ কত ইত্যাদি বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে জানার জন্য আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ |

Employment No

Employment No – RRC/CR/AA/2024

পদের নাম

পদের নাম – Apprentice

মোট শূন্য পদ

মোট শূন্য পদ -2,428 | ( UR-1,242, OBC-645, SC-362, ST-175 )

যেসব ফ্রেডে নিয়োগ করা হবে সেগুলি হল

যেসব ফ্রেডে নিয়োগ করা হবে সেগুলি হল – Fitter, Welder, Carpenter, Painter, Tailor, Electrician, Mechanist, E.T.C.

আরো পড়ুন :- আজ থেকে 12thপাশে জেলা হাসপাতালে নতুন নিয়োগ শুরু, WB Health Dept Recruitment 2024

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা – উপরের উল্লেখিত পদগুলিতে আবেদন জানানোর জন্য প্রত্যেক ইচ্ছুক আবেদনকারী কে সরকারি, সরকারি অনুমোদন প্রাপ্ত অথবা তার প্রসিত বিদ্যালয় থেকে ন্যূনতম 50% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল্য যে কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে | এরই পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেড গুলি যেকোনো একটি ITI সার্টিফিকেট থাকতে হবে |

মাসিক বেতন

মাসিক বেতন – সংশ্লিষ্ট অ্যাপেন্টিক প্রশিক্ষণের অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে 7,000/- টাকা টাইফেন পাবে।

বয়স সীমা

বয়স সীমা –  নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের জানানোর জন্য আগ্রহী প্রার্থীদের বয়স ১৫ জুলাই ২০২৪ তারিখ অনুযায়ী ন্যূনতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে |  সরকারি নিয়োগের নিয়মমাফিক তপশিলি জাতি এবং উপজাতিরভুক্ত আবেদনকারী এবং ওবিসি শ্রেণীভুক্ত আবেদনকারীদের জন্য রয়েছে |

ভারতীয় রেল

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি – আগ্রহী আবেদনকারীদের ভারতীয় রেলের ডিপার্টমেন্ট সেল এর অফিসিয়াল ওয়েবসাইট মাপত আবেদন নথিভুক্ত করতে হবে |  এর জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে যা আজকের এই প্রতিবেদনের নিচে  দেওয়া আছে |  বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করার সময় পার্টি কে নিজের বার সংখ্যার বৈধ আধার নম্বর এন্ট্রি করতে হবে |  রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে নির্দিষ্ট ওয়েব পেজে প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলি পূরণ করে দিতে হবে | সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করার পর জরুরি ডকুমেন্ট গুলি আপলোড করতে হবে | 

আবেদন ফি

 আবেদন ফি – আবেদন জানানোর জন্য প্রত্যেক আবেদনকারী কে এককালীন ১০০ টাকা আবেদন ফ্রি হিসেবে জমা করতে হবে |SBI  ব্যাংকের অনলাইন পেমেন্ট মাধ্যমে এই আবেদন ফ্রি জমা করা যাবে

আরো পড়ুন :- ভারতীয় রেলে ৭০০০ শুন্যপদে চাকরির সুযোগ | RRB JE Recruitment 2024

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ – এই নিয়োগের আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ১৫ই আগস্ট ২০২৪ তারিখে | 

Official Notification: Download Now

Official Website: Apply Now