Bengal Addaa

ইন্ডিয়ান অয়েল

ইন্ডিয়ান অয়েল সংস্থায় চাকরির দারুন সুযোগ,  হলদিয়া শিল্পাঞ্চলে আছে প্রচুর শূন্যপদ

Facebook
Twitter
WhatsApp
Telegram

চাকরিপ্রার্থীদের জন্য একটি দারুণ সুখবর |  ইন্ডিয়ান অয়েল সংস্থায় প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ চালু হতে চলেছে। সরাসরি কোম্পানির অধীনে হলদিয়া শিল্পাঞ্চলে কাজের সুযোগ পাবেন রাজ্যের চাকরিপ্রার্থীরা |  নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আজকের এই প্রতিবেদনটি সম্পন্ন করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনারা যদি চাকরি খুজছেন তাহলে এই সুযোগটি ভুলেও হাতছাড়া করবেন না | কারণ চাকরিপ্রার্থীদের জন্য একটি দারুণ সুযোগ সামনে এসেছে,  যা হলো ইন্ডিয়ান অয়েল সংস্থার চাকরির সুযোগ |  রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য একটি দারুণ সুযোগ |  রাষ্ট্রীয় সংস্থা ইন্ডিয়ান অয়েল এর পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে |  তারা দেশজুড়ে বেশ কিছু শূন্য পদে মধ্যে পশ্চিমবঙ্গের হলদিয়া শিল্পাঞ্চলের শূন্য পথগুলিও এই নিয়োগে হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতা নিরিখে পুরুষ এবং মহিলা চাকরিপ্রার্থীরাই আবেদনের জন্য যোগ্য | শিক্ষাগত যোগ্যতা,  আবেদনের পদ্ধতি,  মাসিক বেতন এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে |

ইন্ডিয়ান অয়েল

Employment No

PH/R/01/2024Employment No

পদের নাম

পদের নাম – Junior Engineering Assistant, Junior Quality Control Assistant

মোট শূন্য পদ

মোট শূন্য পদ –   ৪০০ টি | (  পশ্চিমবঙ্গের শূন্য পদ ৩০ টি )

আরো পড়ুন :- WB ANM GNM অ্যাডমিট কার্ড ডাউনলোড 2024

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা –  এই পথগুলিতে আবেদন জানানোর জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং,  পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং,  কেমিক্যাল টেকনোলজি,  রিফাইনারি অথবা পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে |  এছাড়া,  পদার্থবিজ্ঞান,  রসায়ন,  গণিত অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি হয়ে বিএসসির ডিগ্রি অর্জন করা প্রার্থীরাও আবেদন করতে পারবে।

মাসিক বেতন

মাসিক বেতন –  পদের অনুযায়ী এখানকার  কর্মরত প্রার্থীদের সর্বনিম্ন  25,000/-  টাকা থেকে সর্বোচ্চ 1,05,000/-  টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়স সীমা

বয়স সীমা –  ৩১শে জুলাই ২০২৪ তারিখ অনুযায়ী আগ্রহী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে |  OBC প্রার্থীদের 3 বছর,  তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের 5 বছর এবং প্রতিবন্ধী প্রার্থীদের ১০ বছরের বয়সের চার দেওয়া হবে।

ইন্ডিয়ান অয়েল

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি –  অনলাইনের মাধ্যমে আবেদন জানানো যাবে |  আবেদন জানানোর ক্ষেত্রে প্রার্থীদের নিজস্ব বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি ব্যবহার করতে হবে |  সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন পত্র নির্ভুলভাবে  পূরণ করতে হবে এবং জমা দিতে হবে।  আবেদনপত্রের সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করার পর নির্দেশ অনুযায়ী নিজের সাম্প্রতিক ছবি  কালার ফটো হওয়া দরকার ,  স্বাক্ষর সহ অন্যান্য নথিপত্র গুলি, আপলোড করতে হবে। সমস্ত তথ্য আপলোড করার পর ফ্রি জমা করে আবেদনপত্র সাবমিট করতে হবে |

নিয়োগ পদ্ধতি

নিয়োগ পদ্ধতি –  অনলাইন CBT পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে |  তাহলে শুধুমাত্র পরীক্ষা দিলে এখানে নিয়োগ হবে না আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে |

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ –  21 আগস্ট, 2024

Official Notification: Download Now

Official Website: Click Here