Bengal Addaa

General Knowledge Questions Answers in Bengali

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge Questions Answers in Bengali

Facebook
Twitter
WhatsApp
Telegram

পশ্চিমবঙ্গের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জন্য Bengal Addaa প্রতিদিন বাংলায় G.K. প্রকাশ করেছে। ভারত তথা পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ঘটনা, নিয়োগ, বিশেষ দিন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ G.K. আপডেট পাওয়ার জন্য এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

General Knowledge Questions Answers in Bengali

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেন্দ্রীয় ও রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Bengal Addaa তরফ থেকে প্রতিদিন G.K. আপডেট প্রকাশিত করা হচ্ছে। আজকের প্রতিবেদনে ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখের গুরুত্বপূর্ণ G.K. গুলি আপডেট করা হলো। সমস্ত চাকরিপ্রার্থীরা সম্পূর্ণ গুরুত্ব সহকারে আজকের এই প্রতিবেদনটি পড়ুন। সাম্প্রতিক G.K. গুলি থেকে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা আছে। Bengal Addaa – র পক্ষ থেকে এ বিষয়ে PDF ডাউনলোড করার সুবিধাও রয়েছে।

West Bengal GK in Bengali

Bengal Addaa is publishing daily G.K.(General Knowledge) for all government and private sector job asspirants of West Bengal. These General Knowledge are very important for various competitive job exam’s. Job seekers can read these General Knowledge and note down these G.K. if necessary and also download PDF.

1. ভগবতী সূত্র,আচারঙ্গা-সূত্র ও পরিশিষ্ট পার্বণ নামক জৈন গ্রন্থটি রচনা করেন – অশ্বঘোষ।

2. রাষ্ট্রপতির প্রধান দায়িত্ব- প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়োগ করা।

3. যে ছত্রাক থেকে ভিটামিন রাইবোফ্ল্যাভিন তৈরি করা হয়- Ashbya gossypii ।

4. যে ছত্রাক থেকে Cycloporin তৈরি করা হয়- Cylindrocarpon tucidum।

5. যে ছত্রাক থেকে সাইট্রিক এসিড তৈরি করা হয়- Aspergillus Niger।

6. কোন দেশে উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণপ্রাপ্ত মানুষদের বলা হয়- মানব মূলধন।

7. সমাজে বর্ধিত আয়ের সুফল সকল শ্রেণীর মানুষ সমানভাবে পাবে, এই মতামত কে বলে- চুঁইয়ে পড়া তত্ত্ব।

8. ব্যক্তিবিজি উদ্ভিদের ক্ষেত্রে তথ্য নয়- এদের ফল গঠিত হয়।

9. খাদ্যসাথী প্রকল্পের উদ্বোধন হয়- ২৭ জানুয়ারি, ২০১৬।

10. জাইলেমে ট্র্যাকিয়া উপস্থিত এমন একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম- নিটাম।

11. শস্য নিউক্লিয়াস গঠিত হয়- নিষেকের আগে।

12. ‘মাদ্রাজ মহাজন সভা’ র লক্ষ্য কি ছিল- জনগণের স্বার্থ সংরক্ষন করা।

13. ‘মাদ্রাজ মহাজন সভা’ র মূল নেতৃত্বে কারা ছিলেন- সুব্রহ্মণ্য আয়ার, আনন্দ চার্লু, বীর রাঘবাচারিয়া।

14. কোরালয়েড মুল যে ব্যক্তবীজি উদ্ভিদের মধ্যে দেখা যায়- Cycas।

15. বিভিন্ন দেশের মাথাপিছু আয় এর মধ্যে তুলনা করার জন্য ব্যবহৃত হয়- PPP ডলার।

16. শুধুমাত্র মাথাপিছু আয় এর বৃদ্ধিকেই কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি বলা যায়, এটি – মিথ্যা।

17. সাইকাসের মূলে যে ধরনের শৈবাল বাস করে- নীলাভ  সবুজ শৈবাল।

18. সাইকাসের পুংরেনূর নিউক্লিয়াসটি বিভক্ত হয়ে দুটি অসম আকৃতির কোষ গঠন করে। ক্ষুদ্র স্থায়ী কোস্টিকে বলা হয়- প্রোথ্যালীয় কোশ।

19. অ্যাপোকাইমিশ দেখতে পাওয়া যায়- সাইকাসের পুংরেনুপত্রমঞ্জুরি।

20. সাইকাসের পুংরেনুর নিউক্লিয়াসটি বিভক্ত হয়ে দুটি অসম আকৃতির কোষ গঠন করে,বৃহৎগোষ্ঠীকে বলা হয়- পুংধানি কোষ।

21.  চীনে প্রথম অর্থনৈতিক পরিকল্পনা শুরু হয় – 1953 সালে।

22. অর্থনৈতিক উন্নয়নে জীবন ধারণের জন্য ‘মৌলিক প্রয়োজনের ধারণা`র একজন প্রবক্তা হলেন-পলস্ট্রিটেন।

23. কোন দ্রব্যের উৎপাদনে সুযোগ ব্যয় ক্রমবর্ধমান হলে, উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি হবে- অবতল।

24. মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে- UNDP।

25. কেন্দ্রশাসিত প্রদেশের প্রতিনিধির সংখ্যা- ১৭ টি।

26. অর্থ বিজ্ঞানকে ‘রুটি মাখনের বিজ্ঞান’ বলেছেন- টমাস কার্লাইল ও জন রাস্কিন।

27. অর্থনীতির সম্পদ কেন্দ্রিক সংজ্ঞা নির্দেশ করেছেন- অ্যাডাম স্মিথ।

28. ”White button mushroo”যে ছত্রাক কে বলে- Agaricus bisporus।

29. ঝিনুক মাশরুম যে পরিমাণ প্রোটিন বহন করে- 2.47।

30. আফ্রিকা ও আমেরিকা মহাদেশ বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছে- আটলান্টিক মহাসাগর।

আরো পড়ুন :- রাজ্য পুলিশে ডাটা এন্ট্রি অপারেট, সিস্টেম এডমিনিস্ট্রেটর নিয়োগ শুরু হলো।

31. কোথায় মহাজন সভা গঠিত হয়- মাদ্রাজে।

32. ভারত সভার উদ্যোগে কে ব্রিটিশ পার্লামেন্টে একটি প্রতিবাদ পত্র পাঠান- লালমোহন ঘোষ।

33. যে ছত্রাক সবচেয়ে বেশি পরিমাণ প্রোটিন বহন করে- Volvariella Volvacea।

34. “Reinder moss”যে ছত্রাক কে বলা হয়- Cladonia rangiferina।

35. স্বল্পকালীন সময়ে ফার্মের মুখ্য ব্যয় বা প্রত্যক্ষ ব্যয় হলো- T VC।

36. উদ্ভিদের মূল ও ছত্রাক দ্বারা গঠিত মিথিজীবী সংগঠনকে বলা হয়- মাইকোরাইজা।

37. যে ছত্রাক থেকে a- অ্যামাইলেজ উৎসেচক তৈরি করা হয়- Aspergillus niger।

38. যে ছত্রাক থেকে ইথানল তৈরি করা হয়- Saccharomyces cerevisiae।

39. ভূমিকম্পের ফলে সৃষ্ট সামুদ্রিক জলোচ্ছাসকে বলে- সুনামিস।

40. দীপবংশ ও মহাবংশ রচনা করেন- জাতক।