Bengal Addaa

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর Part - 4

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর Part – 4 |General Knowledge Questions Answers in Bengali

Facebook
Twitter
WhatsApp
Telegram

পশ্চিমবঙ্গের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জন্য Bengal Addaa প্রতিদিন বাংলায় G.K. প্রকাশ করেছে। ভারত তথা পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ঘটনা, নিয়োগ, বিশেষ দিন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ G.K. আপডেট পাওয়ার জন্য এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

General Knowledge Questions Answers in Bengali

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেন্দ্রীয় ও রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Bengal Addaa তরফ থেকে প্রতিদিন G.K. আপডেট প্রকাশিত করা হচ্ছে। আজকের প্রতিবেদনে গুরুত্বপূর্ণ G.K. গুলি আপডেট করা হলো। সমস্ত চাকরিপ্রার্থীরা সম্পূর্ণ গুরুত্ব সহকারে আজকের এই প্রতিবেদনটি পড়ুন। সাম্প্রতিক G.K. গুলি থেকে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা আছে। Bengal Addaa – র পক্ষ থেকে এ বিষয়ে PDF ডাউনলোড করার সুবিধাও রয়েছে।

West Bengal GK in Bengali

Bengal Addaa is publishing daily G.K.(General Knowledge) for all government and private sector job asspirants of West Bengal. These General Knowledge are very important for various competitive job exam’s. Job seekers can read these General Knowledge and note down these G.K. if necessary and also download PDF.

1. ইংরেজি ভাষায় মার হাট্টা পত্রিকা কবে প্রকাশিত হয় – 1895 খ্রিস্টাব্দে।
2. ধর্ম ও ইতিহাসের নামে জাতিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে মহারাষ্ট্রের কত সালে গণপতি উৎসব হয়েছিল- 1893 খ্রিস্টাব্দে।
3. শিবাজী উৎসব মহারাষ্ট্রে কবে হয়েছিল- 1895 খ্রিস্টাব্দ 15 ই মার্চ তিলক করেন।
4. রেনুধারন কলা ভ্রুনের যে অংশ থেকে তৈরি করা হয়- আমপিথেসিয়াম।
5. ভ্রুনের যে অংশ থেকে কলু মেলা তৈরি হয়- এন্ডোথেসিয়াম।
6. প্রোটো নিশা ও গ্যামেটো ফোর দশা যে শ্রেণীতে উপস্থিত থাকে- ব্রায়োপোসিড।
7. ব্রায়োপ্রসিডার রেনুধারন কলা উৎপন্ন হয়- অ্যান্ফিথেসিয়া ও এন্ডোথেসিয়াম থেকে।
8. যুবশ্রী প্রকল্পটির আগে নাম ছিল- যুব উৎসাহ প্রকল্প।
9. ধাতুর সঞ্চয় সমেত উদ্ভিদ শিলা গুলিকে বলে- লোডস।
10. রিকসিয়ার শুক্রাণুতে ফ্ল্যাজেলা থাকে- দু’টি।
11. রিকসিয়ার রেনুতে স্তর থাকে- 3 টি।
12. ভারতে বাণিজ্যিক ব্যাংকগুলির ক্ষেত্রে বিচক্ষণতা নিয়ম প্রণয়ন করা হয়- ব্যাসেল কমিটির সুপারিশ অনুসারে।
13. বিচক্ষণতার নিয়মাবলী অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলিতে CRAR হওয়া উচিত অন্তত – 9 শতাংশ।
14. রিকসিয়ার রেনুর সর্বাপেক্ষা বাইরের স্তরটি গঠিত হয়- কিউটিন দিয়ে।
15. গেমা কাপ উপস্থিত থাকে- মারক্যান সিয়ায়।
16. তপশিলি জাতি ও উপজাতিদের আইনের কততম সংশোধনের মাধ্যমে সংশোধন হয়েছে- 79 তম।
17. সবচেয়ে ছোট ব্রায়োফাইটের নাম হল- Polytricleum।
18. মারক্যানসিয়ার রেনুতে উপস্থিত থাকে- দুটি স্তর।
19. কোন দেশের বাণিজ্যের হার মানে- বাণিজ্য হার=আমদানি দ্রব্যের পরিমাণ÷রপ্তানি দ্রব্যের পরিমাণ।
20. অনুন্নত দেশে বেকারত্বের ধরন- মরশুমি বেকার ও প্রচ্ছন্ন বেকার।
21. সিউডোইলেটার নিচে যে ব্রায়োফাইটা উপস্থিত থাকি- অ্যান্থোসেরোটপসিডা।
22. ফিউনারিয়াল ক্যাটসিউল উৎপন্ন হয়- এপিবেসাল থেকে।