Cochin Shipyard Vacancies Notification 2024 : সকল চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক বিশেষ সুখবর। সম্প্রতি প্রকাশিত হয়েছে কোচিন শিপইয়ার্ডে লিমিটেডের তরফ থেকে কর্ম নিয়োগের একটি বিজ্ঞপ্তি। কিছু শূন্য পদে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নতুন চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এই সংস্থা। পশ্চিমবঙ্গের সকল বেকার যুবক-যুবতীয়রা আবেদন করতে পারবেন।
একনজরে
চাকরিপ্রার্থীদের জন্য একটা বিশেষ সুখবর রয়েছে। কারণ আপনারা একটি বিশেষ পদে আবেদন করে বিনামূল্যে প্রশিক্ষণ সহ মাসিক টাইপের পেতে পারবেন। কোচিং লিমিটেড এর পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাহলে চলুন দেরি না করে জেনে নিন আজকের এই আবেদনের এই প্রতিবেদনের মাধ্যমে এতে আবেদন করার পদ্ধতি, যোগ্যতা, বেতনসহ খুঁটিনাটি বিষয়গুলি।
নিয়োগ সংস্থা
নিয়োগ সংস্থা : COCHIN SHIPYARD LIMITED
পোষ্টের নাম
পোষ্টের নাম : এখানে Graduate Apprentice, Technician ( Diploma ) Apprentics কবে নতুন নিয়োগ করা হবে।
মোট শূন্য পদ
মোট শূন্য পদ : এখানে মোট 140 টি শূন্য পদ রয়েছে।
- Graduate apprentice – ৬৯ টি
- Technician ( diploma ) apprentice – ৭১ টি
আরো পড়ুন :- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে জেলায় প্রচুর কর্মী নিয়োগ। শুরুতেই পাবেন ১৪ হাজার টাকা
বয়স সীমা
বয়স সীমা : এখানে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম ১৮ বছর বয়স বা তার বেশি বয়সের প্রার্থীরা এখানে আবেদন জানতে পারবেন এবং সর্বোচ্চ 50 বছর বয়স পর্যন্ত এখানে আবেদনের জানানো যাবে।
বেতন
বেতন : এই দুটি পদে প্রশিক্ষণ রত পাখিদের প্রতি মাসে মাসিক টাইপের দেওয়া হবে। এই দুটি পদের ক্ষেত্রে মাসিক টাইপের রয়েছে ।
- Graduate apprentices – ১২,০০০ টাকা
- Technician ( diploma ) apprentice – ১০,২০০ টাকা।
যোগ্যতা
যোগ্যতা : ইঞ্জিনিয়ারিং বাট টেকনোলজিতে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা graduate apprentice কবে আবেদন করতে পারবেন। Technician ( diploma ) apprentice এর জন্য অন্যতম তিন বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে। এ বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিন, যার ডাউনলোড লিংক এই প্রতিবেদনের নিচে অর্থাৎ শেষে দেওয়া রইল।
আবেদন পদ্ধতি
আবেদন পদ্ধতি : এই পদে আবেদন করার জন্য আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পূর্ণ করতে হবে । অফিসের ওয়েবসাইটটি এই বিজ্ঞপ্তি শেষে দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপর অনলাইনে ফোনটিতে সমস্ত সঠিক তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর আবেদন জমা দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়ার সম্পন্ন করুন এছাড়া বিস্তারিত জানতে অফিসের ওয়েবসাইট ফলো করুন।
আবেদন শুরু
আবেদন শুরু : ইতিমধ্যেই এই প্রক্রিয়ার আবেদন শুরু হয়ে গেছে।
আবেদন শেষ
আবেদন শেষ : ৩১ আগস্ট ২০২৪ তারিখে প্রক্রিয়ার আবেদন শেষ হবে।