কানাডা ব্যাংকে ৩০০০ পদে এপ্রেন্টিক্স নিয়ম। বাংলা ভাষা জানলেই আবেদন করতে পারবেন। আবেদন সম্পর্কে জানতে হলে আজকের প্রতিবেদন টি সম্পূর্ণ পড়ুন।
একনজরে
কানাড়া ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ
পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। কানারা ব্যাঙ্ক এর পক্ষ থেকে অনেকগুলো শূন্যবাদী এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই পশ্চিমবঙ্গের কুড়িটি জেলায় কানারা ব্যাংকের নিয়োগ শুরু হলো।কেন্দ্রীয় সরকারের অধীনস্থ “কানাড়া ব্যাঙ্ক” (Canara Bank) -এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ চলাকালীন নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। বাংলা ভাষা জানলেই আবেদন করতে পাবর্নে। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কত শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ রইল আজকের বিস্তারিত প্রতিবেদন।
পদের নাম
পদের নাম- অ্যাপ্রেন্টিস।
মোট শূন্যপদ
মোট শূন্যপদ- সারা ভারতবর্ষ জুড়ে শূন্যপদের সংখ্যা ৩ হাজার। পশ্চিমবঙ্গে শূন্যপদের সংখ্যা ১১০ টি, যাদের মধ্যে SC- ২৫ টি, ST- ৫ টি, OBC- ২৪ টি, EWS- ১১ টি, UR- ৪৫ টি।
Canara Bank Apprentice West Bengal Vacancy
জেলার নাম | শূন্যপদ |
বাঁকুড়া | ৪ |
বীরভূম | ৪ |
কোচবিহার | ৫ |
দক্ষিণ দিনাজপুর | ২ |
দার্জিলিং | ৪ |
হাওড়া | ৪ |
হুগলি | ৬ |
জলপাইগুড়ি | ৪ |
কলকাতা | ১৭ |
মালদা | ৩ |
মুর্শিদাবাদ | ৭ |
নদীয়া | ৪ |
উত্তর ২৪ পরগনা | ১১ |
পশ্চিম বর্ধমান | ৬ |
পশ্চিম মেদিনীপুর | ৪ |
পূর্ব বর্ধমান | ৬ |
পূর্ব মেদিনীপুর | ৪ |
পুরুলিয়া | ২ |
দক্ষিণ ২৪ পরগনা | ১১ |
উত্তর দিনাজপুর | ২ |
বয়সসীমা
বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে হিসাবে। SC/ ST শ্রেণীভুক্ত প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ৫ বছরের ও OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ৩ বছরের ছাড় পাবেন।
বেতন
বেতন- অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে স্টাইপেন্ড প্রদান করা হবে। স্টাইপেন্ডের পরিমাণ প্রতিমাসে ১৫ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ।
অন্যান্য যোগ্যতা
অন্যান্য যোগ্যতা- আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পশ্চিমবঙ্গের আবেদনকারীদের ক্ষেত্রে বাংলা অথবা নেপালি ভাষা জানতে হবে।
প্রশিক্ষণের সময়সীমা
প্রশিক্ষণের সময়সীমা- ১ বছর।
নিয়োগের স্থান
নিয়োগের স্থান- আবেদন করার সময় প্রার্থীদের নির্দিষ্ট রাজ্যের নির্দিষ্ট জেলার ব্রাঞ্চ নির্বাচন করতে হবে। ওই ব্রাঞ্চে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার আগে প্রথমে কেন্দ্রীয় সরকারের অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালের ওয়েবসাইট হল nats.education.gov.in , উপরোক্ত পোর্টালে নাম নথিভুক্ত করে www.canarabank.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফি
অনলাইনে আবেদন করার জন্য SC/ ST/ PWD শ্রেণীভুক্ত প্রার্থীদের কোনরূপ আবেদন ফি জমা করতে হবে না। SC/ ST/ PWD শ্রেণীভুক্ত প্রার্থী ব্যতীত অন্যান্যদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৫০০ টাকা জমা করতে হবে।
নিয়োগ পদ্ধতি
কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে। আবেদনকারী প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরের ওপর বিচার করে শতাংশ হারে মেরিট লিস্ট প্রকাশ করা হবে।
আবেদনের শেষ তারিখ
অনলাইনে আবেদন করা যাবে ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত।