Bengal Addaa

রাজ্যের স্কুলে  গেস্ট টিচার  নিয়োগ

রাজ্যের স্কুলে  গেস্ট টিচার  নিয়োগ,  30 জুলাইয়ের মধ্যে আবেদন করুন।

Facebook
Twitter
WhatsApp
Telegram

রাজ্যে সরকারের অধীনস্থ  স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক  নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল | বাংলা ইংরেজি সহ মোট পাঁচটি বিষয়ের উপর  গেস্ট টিচার নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তির মধ্যে | যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আগ্রহী চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা দুজনেই এখানে আবেদন জানাতে পারবেন |  আবেদনের পদ্ধতি,  নিয়োগের ঠিকানা,  আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি উল্লেখ করা হলো আজকের এই বিজ্ঞপ্তিতে | 

রাজ্যের স্কুলে  গেস্ট টিচার  নিয়োগ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নাম – Assistant Guest Teacher

মোট শূন্য পদ –  5 টি|

শিক্ষাগত যোগ্যতা –  1 জানুয়ারি, 2024 তারিখের পূর্বে নির্দিষ্ট বিষয়ের প্রাপ্ত যে কোন শিক্ষক ও শিক্ষিকা এখানে আবেদন জানাতে পারবেন |

মাসিক বেতন – G.O No. 47-JS {PM&PI}SED/Secy./2023 অধিনিয়ন অনুযায়ী প্রত্যেকটি প্রার্থীর মাসিক বেতন দেওয়া হবে, অর্থাৎ খানে আপনাদের ভালই পরিমাণ অর্থ দেওয়া হবে।

বয়স সীমা – 1 জানুয়ারি, 2024  তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স 20  বছরের ঊর্ধ্বে এবং 64  বছরের মধ্যে হতে হবে|

পদের নাম- GROUP “D”

মোট শূন্য পদ – 2 টি|

শিক্ষাগত যোগ্যতা- 1  জানুয়ারি, 2024 তারিখের পূর্বে যে কোন বিদ্যালয় থেকে GROUP “D” বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী এই পদের চাকরির জন্য আবেদন করতে পারবেন |

আবেদনের পদ্ধতি –   এই নিয়োগের ক্ষেত্রে আলাদা ভাবে কোনো রকম পদ্ধতি নেই|  সংশ্লিষ্ট বিষয়, কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে সরাসরি ইন্টারভিউ ঠিকানায় উপস্থিত হতে হবে| ইন্টারভিউর দিন আগ্রহী প্রার্থীরা নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ সমস্ত যোগ্যতার প্রমাণপত্র নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে|  অফিসিয়াল বিজ্ঞপ্তি নিচে দেওয়া রইল।  নিচে দেওয়া আবেদন পত্র সঠিকভাবে পূরণ করে সেটিকেও সঙ্গে নিয়ে যেতে হবে|

আবেদনের শেষ তারিখ- 30  জুলাই 2024

Official Notification: Download Now

Official Website: Click Here