রাজ্যে সরকারের অধীনস্থ স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল | বাংলা ইংরেজি সহ মোট পাঁচটি বিষয়ের উপর গেস্ট টিচার নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তির মধ্যে | যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আগ্রহী চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা দুজনেই এখানে আবেদন জানাতে পারবেন | আবেদনের পদ্ধতি, নিয়োগের ঠিকানা, আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি উল্লেখ করা হলো আজকের এই বিজ্ঞপ্তিতে |
একনজরে
রাজ্যের স্কুলে গেস্ট টিচার নিয়োগ
পদের নাম – Assistant Guest Teacher
মোট শূন্য পদ – 5 টি|
শিক্ষাগত যোগ্যতা – 1 জানুয়ারি, 2024 তারিখের পূর্বে নির্দিষ্ট বিষয়ের প্রাপ্ত যে কোন শিক্ষক ও শিক্ষিকা এখানে আবেদন জানাতে পারবেন |
মাসিক বেতন – G.O No. 47-JS {PM&PI}SED/Secy./2023 অধিনিয়ন অনুযায়ী প্রত্যেকটি প্রার্থীর মাসিক বেতন দেওয়া হবে, অর্থাৎ খানে আপনাদের ভালই পরিমাণ অর্থ দেওয়া হবে।
বয়স সীমা – 1 জানুয়ারি, 2024 তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স 20 বছরের ঊর্ধ্বে এবং 64 বছরের মধ্যে হতে হবে|
পদের নাম- GROUP “D”
মোট শূন্য পদ – 2 টি|
শিক্ষাগত যোগ্যতা- 1 জানুয়ারি, 2024 তারিখের পূর্বে যে কোন বিদ্যালয় থেকে GROUP “D” বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী এই পদের চাকরির জন্য আবেদন করতে পারবেন |
আবেদনের পদ্ধতি – এই নিয়োগের ক্ষেত্রে আলাদা ভাবে কোনো রকম পদ্ধতি নেই| সংশ্লিষ্ট বিষয়, কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে সরাসরি ইন্টারভিউ ঠিকানায় উপস্থিত হতে হবে| ইন্টারভিউর দিন আগ্রহী প্রার্থীরা নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ সমস্ত যোগ্যতার প্রমাণপত্র নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে| অফিসিয়াল বিজ্ঞপ্তি নিচে দেওয়া রইল। নিচে দেওয়া আবেদন পত্র সঠিকভাবে পূরণ করে সেটিকেও সঙ্গে নিয়ে যেতে হবে|
আবেদনের শেষ তারিখ- 30 জুলাই 2024