Bengal Addaa

এয়ার ইন্ডিয়া তে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ, বেতন ২৭ হাজার টাকা।

Facebook
Twitter
WhatsApp
Telegram

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। ভারতের প্রসিদ্ধ বিমান পরিবহন সংস্থার এয়ার ইন্ডিয়ার (Air India ASL Supervisor Recruitment) পক্ষ থেকে কর্মী নিয়োগের একজন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটি ভালো করে পড়ুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যে চাকরি-বাকরিদের জন্য সুবর্ণ সুযোগ। এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস এর লিমিটেড সংস্থার পক্ষ থেকে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সদ্য প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতের নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের পেজটি জেলার সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা আবেদনের যোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য জানতে হলে আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদের নাম

পদের নাম – Assistant Supervisor (Security)

মোট শূন্যপদ

মোট শূন্য পদ – ৭৩ টি। ( দেশের বিভিন্ন প্রান্তের অফিসে এই নিয়োগের সঙ্গে সঙ্গে সংস্থার কলকাতা বিভাগে ১৩ টি শূন্য পদের এই নিয়োগ করা হবে )

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা – উল্লেখিত পদগুলিতে ( Air India ASL Supervisor Recruitment ) আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন শিক্ষিত প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস ডিগ্রী সম্পন্ন করে থাকতে, হবে তার সাথে BCAS অনুমোদিত AVSEC সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে।

মাসিক বেতন

মাসিক বেতন – বিপদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হবে 27940 /- টাকা।

বয়সসীমা

বয়সসীমা – আগ্রহে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে 35 বছরের মধ্যে এবং সর্বনিম্ন বয়স হবে ১৮ বছর। আবেদন করার ক্ষেত্রে তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ৫ বছর এবং ওবিসি শ্রেণীভুক্ত প্রার্থীদের ৩ বছরের বয়সের ছাড় থাকবে।

আবেদন পদ্ধতি

আবেদন পদ্ধতি – এখানে ( Air India ASL Supervisor Recruitment ) আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর জন্য অবশ্যই সংস্থার প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে A4 সাইজের প্রিন্ট আউট বের করতে হবে। তারপর আবেদন পত্রটি ফিলাপ করে সঙ্গে যা যা ডকুমেন্ট চেয়েছে সেগুলি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম এর মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে আবেদন প্রার্থীদের। এরপর আপনাদের আবেদন সম্পূর্ণ হবে

প্রয়োজনীয় ডকুমেন্ট

প্রয়োজনীয় ডকুমেন্ট – শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, আধার কার্ড অথবা ভোটার কার্ড ফিজিক্যাল, ফিটনেস সার্টিফিকেট BCAS BASIC AVSEC সার্টিফিকেট, NOC সার্টিফিকেট ইত্যাদি।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা — Chief Human Resources Officer, AI Engineering Services Limited, Personnel Department, 2nd Floor, CRA Building, Safdarjung Airport Complex, Aurobindo Marg, New Delhi – 110003

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ – ২৪ সেপ্টেম্বর ২০২৪ ।

Official Notification: Download Now

Official Website: Apply Now