Bengal Addaa

Download Railway NTPC Syllabus in Bengali

Railway NTPC সিলেবাস 2024 । Download Railway NTPC Syllabus in Bengali

Facebook
Twitter
WhatsApp
Telegram

Railway NTPC পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদের জন্য তুলে ধরা হয়েছে। আপনি যদি Railway NTPC পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Railway NTPC Syllabus in Bengali : সম্প্রতি ভারতীয় রেল তরফ থেকে NTPC পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন Railway NTPC পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস ( Download Railway NTPC Syllabus in Bengali ) । কোন কোন বিষয় থেকে কত নাম্বারে প্রশ্ন আসবে, প্রতিটি বিষয় কোন কোন টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ ? পরীক্ষার সময়সীমা, নেগেটিভ মার্কিন সহ অন্যান্য তথ্য আজকের এই প্রতিবাদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তাই এই প্রতিবেদনটি সম্পূর্ণ শেষ পর্যন্ত ভালোভাবে পড়ুন এবং আপনাদের বন্ধুদের ও পরিবারের সঙ্গে শেয়ার করুন।

Railway NTPC Syllabus in Bengali

Railway NTPC Syllabus in Bengali
Exam Nameনন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (NTPC)
Boardরেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)
Exam Dateএখনও প্রকাশ হয়নি
Exam TypeMCQ
Official Websitewww.rrbapply.gov.in

Railway NTPC Selection Process in Bengali

পদের নামCBT- 1CBT- 2Skill Test
স্টেশন মাস্টার✔✔Computer Based Aptitude Test
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার✔✔
গুডস ট্রেন ম্যানেজার✔✔
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট✔✔Typing Test
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট✔✔Typing Test

RRB NTPC সিলেবাস CBT- 1

RRB NTPC Syllabus 2024 (CBT- 1)
জেনারেল অ্যাওয়ারনেস৪০ নম্বর
গণিত৩০ নম্বর
জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং৩০ নম্বর
মোট নম্বর- ১০০
সময়সীমা- ৯০ মিনিট
নেগেটিভ মার্কিং- ১/৩

RRB NTPC গণিত সিলেবাস

  • সংখ্যা পদ্ধতি (Number System)
  • দশমিক ও ভগ্নাংশ (Decimals & Fractions)
  • ল.সা.গু. ও গ.সা.গু. (L.C.M. & H.C.F.)
  • অনুপাত ও অনুপাত (Ratio & Proportions)
  • শতাংশ (Percentage)
  • সময় ও কার্য (Time & Work)
  • সময় ও দূরত্ব (Time & Distance)
  • সরল সুদ (Simple Interest)
  • জটিল সুদ (Compound Interest)
  • লাভ ও ক্ষতি (Profit & Loss)
  • বীজগণিত (Algebra)
  • জ্যামিতি (Geometry)
  • ত্রিকোণমিতি (Trigonometry)
  • পরিমিতি (Mensuration)
  • পরিসংখ্যান (Statistics)

RRB NTPC জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাস

  • জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা
  • খেলাধুলা
  • ভারতের শিল্প ও সংস্কৃতি
  • ভারতীয় সাহিত্য
  • স্মৃতিস্তম্ভ
  • পদার্থবিদ্যা
  • রসায়নবিদ্যা
  • জীববিদ্যা
  • পরিবেশবিদ্যা
  • ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম
  • ভারত ও বিশ্বের ভূগোল
  • ভারতীয় রাজনীতি ও সংবিধান
  • ভারতের মহাকাশ ও পারমাণবিক কর্মসূচি
  • বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন
  • জাতিসংঘ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা
  • পরিবেশগত সমস্যা
  • কম্পিউটার অ্যাপ্লিকেশন
  • ভারতে পরিবহন ব্যবস্থা
  • ভারতীয় অর্থনীতি
  • ভারত ও বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব
  • ভারতের উদ্ভিদ ও প্রাণীজগৎ
  • ভারতীয় সরকার ও পাবলিক সেক্টর অর্গানাইজেশন

RRB NTPC জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং সিলেবাস

  • উপমা (Analogy)
  • সিরিজ (Number & Alphabetical Series)
  • কোডিং ও ডিকোডিং (Coding & Decoding)
  • গাণিতিক ক্রিয়াকলাপ (Mathematical Operations)
  • সাদৃশ্য ও বৈসাদৃশ্য (Similarities and Differences)
  • সম্পর্ক (Blood Relation)
  • বিশ্লেষণাত্মক যুক্তি (Analytical Reasoning)
  • সাইলোজিম (Syllogism)
  • জাম্বলিং (Jumbling)
  • ভেন ডায়াগ্রাম (Venn Diagrams)
  • ধাঁধা (Puzzle)
  • ডেটার পর্যাপ্ততা (Data Sufficiency)
  • বিবৃতি- উপসংহার (Statement- Conclusion)
  • সিদ্ধান্ত বিবৃতি (Decision Making))
  • গ্রাফ (Data Interpretation)

RRB NTPC সিলেবাস CBT- 2

CBT-1 পরীক্ষায় পাস করলেই CBT – 2 পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন, অন্যথা নয়। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রেলের জুন অনুযায়ী শূন্য পদের ১৫ গুন প্রার্থীকে CBT-1 পরীক্ষার ম্যারিড লিস্ট প্রকাশ করা হবে।

RRB NTPC Syllabus 2024 (CBT- 2)
জেনারেল অ্যাওয়ারনেস৫০ নম্বর
গণিত৩৫ নম্বর
জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং৩৫ নম্বর
মোট নম্বর- ১২০
সময়সীমা- ৯০ মিনিট
নেগেটিভ মার্কিং- ১/৩

CBT-2 পরীক্ষার প্রতিটি বিষয় সিলেবাস CBT – 1 পরীক্ষার সিলেবাসের ন্যায়। CBT-1CBT-2 পরীক্ষার একই সিলেবাস কিন্তু নাম্বার বিভাজন আলাদা। যেহেতু সিলেবাস একই তাই CBT-2 পরীক্ষা সিলেবাস আলাদা করে দেওয়া হয়নি।

RRB NTPC Apply Now: Click Here