রেলওয়ে রিকোয়ারমেন্ট বোর্ডের তরফ থেকে Railway NTPC পরীক্ষার মাধ্যমে স্টেশন মাস্টার, সুপারভাইজার ও ক্লার্কসহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো ইতিমধ্যে।
একনজরে
Railway NTPC Recruitment 2024 দীর্ঘ পাঁচ বছর পর ভারতীয় দেখলে তরফ থেকে আরো সুখবর চাকরি-পাখিদের জন্য। Railway NTPC Recruitment 2024 এর তরফ থেকে স্টেশন মাস্টার, টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার ও ক্লার্কসহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। সব মিটিয়ে মোট ৮১১৩ শূন্য পদে এই নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে Railway NTPC পরীক্ষার মাধ্যমে। এই পথগুলিতে কিভাবে আবেদন করবেন, কি শিক্ষাগতা যোগ্যতা লাগবে, আবেদন পদ্ধতিসহ আরব অন্যান্য বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে দেওয়া থাকলো।
Railway NTPC Recruitment 2024
1st – পদের নাম
পদের নাম – স্টেশন মাস্টার।
বেতন
বেতন – কেন্দ্র সরকারের পি লেভেল অনুযায়ী মাসিক বেতন ৩৫,৪০০/- টাকা।
মোট শূন্য পদ
মোট শূন্য পদ – ৯৯৪ টি।
2nd – পদের নাম
পদের নাম – চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার।
বেতন
বেতন – কেন্দ্র সরকারের পেয়ে লেভেল অনুযায়ী প্রতি মাসে বেতন ৩৫,৪০০/- টাকা
মোট শূন্য পদ
মোট শূন্য পদ – ১৭৩৬ টি।
3rd – পদের নাম
পদের নাম – গুড স ট্রেন ম্যানেজার ।
বেতন
বেতন – কেন্দ্র সরকারের পেয়ে লেভেল অনুযায়ী প্রতি মাসে বেতন ২৯,২০০/- টাকা
মোট শূন্য পদ
মোট শূন্য পদ – ৩১৪৪ টি।
4th – পদের নাম
পদের নাম – জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কম টাইপিস্ট।
বেতন
বেতন – কেন্দ্র সরকারের পেয়ে লেভেল অনুযায়ী প্রতি মাসে বেতন ২৯,২০০/- টাকা
মোট শূন্য পদ
মোট শূন্য পদ – ১৫০৭ টি।
5th – পদের নাম
পদের নাম – সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ।
বেতন
বেতন – কেন্দ্র সরকারের পেয়ে লেভেল অনুযায়ী প্রতি মাসে বেতন ২৯,২০০/- টাকা
মোট শূন্য পদ
মোট শূন্য পদ -৭৩২ টি।
বয়স সীমা
বয়স সীমা – উল্লেখিত প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন একে জানুয়ারি ২০২৫ তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় থাকবে।
পশ্চিমবঙ্গের মধ্যে রেলের রিকোয়ারমেন্ট বোর্ডের মোট তিনটি জোন আছে। জুনগুলি হল কলকাতা, মালদা ও শিলিগুড়ি। এই তিনটি জুনের ক্ষেত্রে পদ অনুযায়ী শূন্য পদের বিন্যাস দেওয়া হল।
RRB Kolkata NTPC Vacancy 2024
RRB Kolkata NTPC Vacancy 2024 | |
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার | ৫২৩ |
স্টেশন মাস্টার | ৬৮ |
গুডস ট্রেন ম্যানেজার | ২২০ |
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট | ৪২৮ |
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট | ১৪৩ |
মোট- ১৩৮২ |
RRB Malda NTPC Vacancy 2024
RRB Malda NTPC Vacancy 2024 | |
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার | ৩৬ |
স্টেশন মাস্টার | ৩০ |
গুডস ট্রেন ম্যানেজার | ১২০ |
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট | ০ |
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট | ১২ |
মোট- ১৯৮ |
RRB Siliguri NTPC Vacancy 2024
RRB Siliguri NTPC Vacancy 2024 | |
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার | ১২ |
স্টেশন মাস্টার | ৬ |
গুডস ট্রেন ম্যানেজার | ২০ |
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট | ০ |
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট | ২ |
মোট- ৪০ |
শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা – উল্লেখিত পদ প্রতিটি পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নিচের টেবিলে দেওয়া হল।
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
স্টেশন মাস্টার | গ্র্যাজুয়েশন পাশ |
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার | গ্র্যাজুয়েশন পাশ |
গুডস ট্রেন ম্যানেজার | গ্র্যাজুয়েশন পাশ |
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট | গ্র্যাজুয়েশন পাশ + ইংরেজি বা হিন্দি ভাষায় কম্পিউটারে টাইপিং জানতে হবে |
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট | গ্র্যাজুয়েশন পাশ + ইংরেজি বা হিন্দি ভাষায় কম্পিউটারে টাইপিং জানতে হবে |
আবেদন পদ্ধতি
আবেদন পদ্ধতি – আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে www.rrbapply.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনারা কোন জোনে এপ্লাই করতে আছেন সেটা সিলেট করতে হবে। এরপরে আপনারা কোন জনের মধ্যে পরীক্ষা দিতে আছেন মানে পরীক্ষার সেন্টার সিলেট করতে হবে। এরপর আপনাদের এক্সাম ফিস্ট অর্থাৎ ৫০০ টাকা জমা করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করে আপনাদের সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে হবে তারপরে আপনাদের এপ্লাই সম্পূর্ণ হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
প্রয়োজনীয় ডকুমেন্ট – অনলাইনে আবেদন করার জন্য যেসব ডকুমেন্ট লাগবে সেগুলি হল –
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো । ( 20KB – 50KB )
- আবেদনকারীর সিগনেচার ( 10KB – 40KB )
- SC/ST সার্টিফিকেট ( প্রযোজ্য হলে )
নিয়োগ পদ্ধতি
নিয়োগ পদ্ধতি – প্রতিটি পদ অনুযায়ী নিয়োগ পদ্ধতির ভিন্ন। প্রতিটি পদের ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি টেবিলে আকারে দেওয়া হল।
পদের নাম | CBT- 1 | CBT- 2 | Skill Test |
স্টেশন মাস্টার | Computer Based Aptitude Test | ||
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার | ⨉ | ||
গুডস ট্রেন ম্যানেজার | ⨉ | ||
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট | Typing Test | ||
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট | Typing Test |
গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ তথ্য – পরীক্ষার্থীদের সুবিধার জন্য আমাদের পক্ষ থেকে কিছু মক টেস্ট ও সাজেশন এর সুব্যবস্থা করা হয়েছে। তার উপলব্ধি নেওয়ার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপের যুক্ত হন যার লিংক নিচে দেওয়া আছে।
পরীক্ষা সিলেবাস
পরীক্ষা সিলেবাস – প্রথম ধাপের অনলাইন পরীক্ষা ( CBT – 1 ) সিলেবাস নিচের দেওয়া হল –
RRB NTPC Syllabus 2024 (CBT- 1) | |
জেনারেল অ্যাওয়ারনেস | ৪০ নম্বর |
গণিত | ৩০ নম্বর |
জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং | ৩০ নম্বর |
মোট নম্বর- ১০০ | |
সময়সীমা- ৯০ মিনিট | |
নেগেটিভ মার্কিং- ১/৩ |
আবেদন ফি
আবেদন ফি – অনলাইনে আবেদন করার জন্য জেনারেল এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফ্রি বাবদ ৫০০ টাকা জমা করতে হবে। আবেদনকারী প্রথম স্তরের পরীক্ষায় অর্থাৎ CBT-1 অংশগ্রহণ করলে ৪০০ টাকা ফেরত পাবেন।
প্রতিবন্ধী প্রার্থী / মহিলা প্রার্থী / তপশিলি উপজাতি / সংখ্যালঘু শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফ্রি বাবদ ২৫০ টাকা জমা দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর প্রথম স্তরের পরীক্ষা অর্থাৎ CBT-1 অংশগ্রহণ করলে ২৫০ টাকা ফেরত পাবেন।
আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ – ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদন করা যাবে ১৩ অক্টোবর ২০২৪ তারিখ অনুযায়ী । অনলাইনে মাধ্যমে পেমেন্ট করা শেষ তারিখ হল 15 অক্টোবর ২০২৪।
আবেদন সংশোধনের শেষ তারিখ
আবেদন সংশোধনের শেষ তারিখ – অনলাইনের আবেদন করার সময় অনিচ্ছাকৃত কোন ভুল থেকে গেলে, তা সংশোধন করতে পারবে আবেদনকারীরা। আবেদন সংশোধন করা যাবে ২৫ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত।