Bengal Addaa

WB College Admission

WB College Admission : রাজ্যের কলেজে ভর্তি নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল উচ্চ শিক্ষা দপ্তর , ৩১ সেপ্টেম্বর পর্যন্ত অফলাইনে হবে ভর্তি

Facebook
Twitter
WhatsApp
Telegram

চলতি বছরের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ ভালোভাবে শেষ পর্যন্ত পড়ুন।

চলতি বছরের রাজ্যের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কলেজের ভর্তি হওয়ার নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করল উচ্চ শিক্ষা দপ্তর। স্নাতক স্তরে পড়ুয়াদের ভর্তির জন্য এবার একটি সেন্ট্রালাইজ পোর্টাল চালু করেছিল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। সংশ্লিষ্ট পোর্টাল এর মাধ্যমে রাজ্যের যে কোন কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন পরোয়ারা। অনলাইন ভর্তির প্রক্রিয়ার ইতিমধ্যে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে বহু সংখ্যক কলেজে বিপুল পরিমাণ আসন খালি আছে। এই বিষয়টি নিয়ে চিন্তা ব্যক্ত করেছিলেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধিকারীরা। বর্তমানে সেই সমস্যা, মেটানোর জন্য উদ্যোগী হল উচ্চশিক্ষা দপ্তর।

আরো পড়ুন :- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে জেলায় প্রচুর কর্মী নিয়োগ। শুরুতেই পাবেন ১৪ হাজার টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষা দপ্তরের সদ্য প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া সংশ্লিষ্ট কলেজে গুলির হাতে ফেরানো হবে বলে জানা গেছে অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির শেষ তারিখ হল ৭ সেপ্টেম্বর। শিক্ষা দপ্তরের জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে সাত সেপ্টেম্বরের পরে, দুটি পর্যায়ে অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তির শেষ হওয়ার পর ফাঁকা থাকা আসনে কলেজগুলি নিজেদের উদ্যোগে ছাত্রছাত্রীদের ভর্তি করতে পারবেন। তবে এই প্রক্রিয়ার ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া কলেজের নিজস্ব অনলাইন পোর্টালের মাধ্যমে পছন্দমত করেছে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।

সংশ্লিষ্ট এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছেন একাধিক কলেজ অধ্যক্ষ। তাদের বক্তব্য, এই সমস্ত ফাঁকা আসনে পড়ুয়া ভর্তি অভিন্ন পোর্টালের মাধ্যমে হলেই ঠিক ছিল। বর্তমানে পড়ুয়াদের ভর্তির জন্য প্রতিটি কলেজ কে ফের নিজেদের পোর্টাল চালু করতে হবে। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ৭ আগস্ট থেকে স্নাতক স্তরে ক্লাস শুরু হয়ে গেছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালু রাখলে যারা পরবর্তী সময়ে ভর্তি হবে তাদের ক্লাস শুরু হবে পুজোর ছুটির পর অর্থাৎ নভেম্বরে। একই বিষয়ে উপর নির্দিষ্ট সংখ্যক পড়ুয়াকে আলাদা করে ক্লাস করাতে গেলেই প্রতিটি কলেজ কর্তৃপক্ষ কি যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হবে। সংশ্লিষ্ট এই বিষয়গুলি নিয়ে এখনো টানা পূরণের চলছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং কলেজগুলির মধ্যে। সব মিলিয়ে ফার্স্ট সেপ্টেম্বরের পরে পড়ুয়াদের ভর্তি নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করে রাজ্যের কলেজগুলি তা দেখার জন্য অপেক্ষা করছেন বহু সংখ্যক পড়ুয়া।