Bengal Addaa

ডিপ্লোমা নার্সিং

নার্সিং নিয়ে ডিপ্লোমা করতে চান ?  সুযোগ দিচ্ছে নীলরতন সরকার হাসপাতাল

Facebook
Twitter
WhatsApp
Telegram

রাজ্যে অনেকেই নার্সিং  নিয়ে পড়তে ইচ্ছুক,  কিন্তু সরকারি কলেজ না পাওয়ায় অনেকের এই স্বপ্ন পূরণ হয় না |  আবার অনেকে এমন আছেন,  বাইরের State  থেকে  নার্সিং পূরণ করে এসেছেন কিন্তু পশ্চিমবঙ্গের কোন প্রকার সরকারি চাকরি পাচ্ছেন না|  তাদের জন্য এই সুযোগটি অনেক উপযোগী হবে।  কারণ নার্সিংয়ে সরকারি ভাবে পশ্চিমবঙ্গের মধ্যে ডিপ্লোমা করে আপনারা সরকারি চাকরি করতে পারবেন | এই সুযোগটি সমস্ত  ছাত্র-ছাত্রীরা হাতছাড়া করবেন না |

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নার্সিং এর স্নাতক হয়েছেন ?  করার সুযোগ দিচ্ছি। নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল |  এই মর্মে সদ্দই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো |  তাতে বলা হয়েছে, কার্ডিও ভাসকুলার থোরাসিক নার্সিং নিয়ে পোস্ট বেসিক বিপ্লোমা করানো হবে | 

মোট শূন্য পদ

মোট শূন্য পদ –  ১৫ জনকে ভর্তি নেওয়া হবে।

শিক্ষা গত যোগ্যতা

শিক্ষা গত যোগ্যতা –  এখানে এপ্লাই করার জন্য আপনাদের এক বছরের এক্সপেরিয়েন্স দেখাতে হবে |  অথবা কাজ সম্পর্কে অভিজ্ঞতা থাকলেও নেওয়া হবে।

ডিপ্লোমা নার্সিং

স্টাফ নাট হিসেবে আগে অত্যন্ত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সার্বিকভাবে তিন বছর রাজ্য সরকারি দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আবেদনে ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা উল্লেখ করা হয়নি। প্রবেশিকার মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

পদের নাম

পদের নাম – ডিপ্লোমা ইন নার্সিং |

আরো পড়ুন :- রাজ্যে গ্রামে গ্রামে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করুন

মোট এক বছরের এই ডিপ্লোমা কোর্সটি কে রাজ্য এবং জাতীয় নার্সিং কাউন্সিল অনুমোদিত দিয়েছেন |  তাই যাদের নাম সংশ্লিষ্ট  কাউন্সিল  General Nursing and Midwifery (G.N.M) হিসেবে নথিভুক্ত রয়েছে,  তারাও এই কোর্সটি করার সুযোগ পাবেন |

আবেদনের  শেষ তারিখ

 আবেদনের  শেষ তারিখ –  ২২ জুলাই থেকে ৩ আগস্ট এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে|

মেধা তালিকা প্রকাশ

মেধা তালিকা প্রকাশ –   ১৬ই আগস্ট মেধা তালিকা প্রকাশ করা হবে।

আবেদন করার পদ্ধতি

আবেদন করার পদ্ধতি –  অফলাইনে আপনাদের নীলরতন সরকার মেডিকেল কলেজে গিয়ে ফরম জমা দিতে হবে |

১৮ জুলাই থেকে আবেদনের ফর্ম পাওয়া যাবে |  পূরণ করে 22 জুলাই থেকে তিন আগস্ট এর মধ্যে সমস্ত নথি সহ নীলরতন সরকার মেডিকেল কলেজে এসে জমা দিতে হবে। প্রবেশিকা হবে ১০ আগস্ট |  ১৬ই আগস্ট মেধা তালিকা প্রকাশিত হবে এবং 20 থেকে 24 জুলাই এর মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। ক্লাস শুরু হবে আগস্ট এর শেষ সপ্তাহে

Official Notification: Download Now

Official Website: Click Here