Bengal Addaa

রাজ্যে গ্রামে গ্রামে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করুন

রাজ্যে গ্রামে গ্রামে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করুন

Facebook
Twitter
WhatsApp
Telegram

রাজ্যে জেলাভিত্তিক ভাবে আশা কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে |  গ্রামাঞ্চলের মহিলাদের জন্য একটি কর্মস্থানে দারুন একটা সুযোগ। কোন জেলার গ্রামগুলিতে এই কর্মী নিয়োগ হবে,  সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো |

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চলের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর |  বিশেষভাবে মহিলা চাকরিপ্রার্থীদের জন্য একটি দারুণ সুখবর। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে গ্রামে গ্রামে আশা কর্মী নিয়োগ নিয়ে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে|  সংশ্লিষ্ট গ্রামের মহিলা চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন|  আগ্রহী আবেদনকারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে|  কোন জেলার  নিয়োগ,  আবেদন পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে|

Empolment No.

Empolment No. – DHFWS/HOW/1436/24

পদের নাম

পদের নাম –  আশা কর্মী

মোট শূন্য পদ

মোট শূন্য পদ –  36  টি

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা –  আশা কর্মী পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারী কে যেকোনো বিদ্যালয়ে অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস ও মাধ্যমিক সমতুল্য  বোর্ড থেকে পাস করা অর্থাৎ দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে |  এছাড়াও,  প্রার্থীকে স্থানীয় ভাষা বোঝা এবং বলার দক্ষতা রাখতে হবে |

মাসিক বেতন

মাসিক বেতন –   পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষে অধীন নিয়ম অনুযায়ী আশাকর্মীদের  মাসিক বেতন হলো 5,250/-  টাকা|

রাজ্যে গ্রামে গ্রামে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করুন

বয়স সীমা

বয়স সীমা – 1  জানুয়ারি, 2024  তারিখের হিসাবে আবেদনকারীদের বয়স হতে হবে ন্যূনতম ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে|  তপশিলি জাতি ও উপজাতিভুক্ত আবেদনকারীরা ২২ বছর থেকে আবেদন জানাতে পারবেন|

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি –  অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা| ,  অফিসিয়াল বিজ্ঞপ্তি আবেদন পত্রের মাধ্যমে আবেদন নথিভূক্ত করতে হবে|  সংশ্লিষ্ট আবেদন পত্রের নাম,  ঠিকানা,  জন্ম তারিখ,  শিক্ষাগত যোগ্যতা,  বৈবাহিক বিবরণ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পূরণ করতে হবে |  এরপর পূরণ করা তথ্যের সাপেক্ষে প্রয়োজনীয় নথিপত্র আবেদন পত্র সঙ্গে যুক্ত করতে হবে|  সম্পূর্ণ আবেদন পত্রটি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে|

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা –  প্রার্থীরা নিজ নিজ এলাকার সমষ্টি উন্নয়ন অধিককারিকের দপ্তরে  অর্থাৎ ব্লকের বিডিও অফিসে নিজের আবেদন জমা করতে পারবেন |

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ – 31  জুলাই, 2024|

Official Notification: Download Now

Official Website: Click Here