চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুযোগ নিয়ে এসেছে ভারতের রেলওয়ে | ভারতীয় রেলের বিভিন্ন শাখায় প্রশিক্ষণ দিয়ে প্রায় সময় কর্মী নির্ণয় হয়ে থাকে| সেন্ট্রাল রেলওয়ে পক্ষ থেকে প্রশিক্ষণের মাধ্যমে চাকরির নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে| নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে হলে আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
একনজরে
রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, সেন্টার রেলওয়ের পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে| চাকরিপ্রার্থীদের জন্য, যারা শুধুমাত্র রেলের মধ্যে চাকরি করতে চান তাদের জন্য এটি দারুন একটি সুযোগ| প্রশিক্ষণের মাধ্যমে ভারতীয় রেলওয়ে বেশ কিছু শূন্য পদের কর্মী নিয়োগ করবে এই নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে| প্রশিক্ষণ চলাকালীন পাবেন মাসিক stipend | যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আগ্রহী চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন জানানোর জন্য যোগ্য। নিয়োগের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা, সহ অন্যান্য তথ্য গুলি উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে|
Employment No
Employment No. rrc/cr/aa2024
পদের নাম
পদের নাম- Trade Apprentice
মোট শূন্য পদ
মোট শূন্য পদ – 2,424
আরো পড়ুন :- রাজ্যের স্কুলে গেস্ট টিচার নিয়োগ, 30 জুলাইয়ের মধ্যে আবেদন করুন।
শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের অবশ্যই স্বীকৃত ভোট থেকে ন্যূনতম 50% নাম্বার সহ মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে| একই সঙ্গে ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং অথবা ট্রেড কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং স্বীকৃত যে কোন প্রতিষ্ঠান থেকে যেকোনো একটি ট্রেডে ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হবে| যদি আপনাদের ITI করা থাকে তাও হবে|
মাসিক Stipend
প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রার্থীদের মাসিক 7000/- টাকা stipend দেওয়া হবে|
বয়স সীমা –
15 জুলাই, 2024 তারিক অনুযায়ী আগ্রহী আবেদনকারীর বয়স ন্যূনতম 15 বছর থেকে সর্বোচ্চ 24 বছরের মধ্যে হতে হবে |
আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে আবেদন জানানো যেতে পারে | বর্তমানে আপনারা অনলাইনের মাধ্যমে এতে আবেদন করতে পারবেন| একটি আবেদন করার জন্য শিক্ষিত একটি ওয়েবসাইট রয়েছে, যা হলো www.rrccr.com | এই ওয়েবসাইটের মধ্যে প্রথমে গিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে | রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পূর্ণ হওয়ার পরে অনলাইনে আবেদনপত্রের প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে | এরপর শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র সহ অন্যান্য নথিপত্র নির্দেশ অনুযায়ী সঠিকভাবে আপলোড করতে হবে। নথিপত্র আপলোড হওয়ার পরে, নির্দিষ্ট আবেদন ফ্রি জমা করে আবেদন পত্র সাবমিট করতে হবে|
আবেদন ফ্রি
প্রত্যেক আবেদনকারীকে এককালীন100/- টাকা আবেদন ফ্রি জমা করতে হবে| অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আবেদন ফ্রি জমা করতে হবে| পেমেন্ট করার সময় UPI, Debit Card, Credit Card, Net Banking, অন্যান্য অনলাইন পেমেন্টের সুবিধা থাকবে।
আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ – 15 আগস্ট, 2024