আপনাদের সকলকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে ভিকসিট ভারত প্রকল্পের মধ্যে কুইজ এর সুব্যবস্থা হয়েছে। যাতে যে কেউ পুরুষ অথবা মহিলা এখানে আবেদন করতে পারবেন। পুরস্কার প্রাপ্ত প্রাইজ হল এক লক্ষ টাকা তারই সঙ্গে PM মোদির সঙ্গে দেখা করার সুযোগ রয়েছে।
একনজরে
স্বাগতম তোমাদের আজকের এই নতুন প্রতিবেদনে। তোমাদের মধ্যে যারা বিভিন্ন প্রকারের কুইজ, competition এর সঙ্গে অংশগ্রহণ করে থাকো। তোমাদের জন্যই আজকের এই বিশেষ প্রতিবেদন খুবই উপকারী হতে চলেছে। যুব বিষয়ক ও কিরা মন্ত্রক দ্বারা সংগঠিত Viksit Bharat প্রোগ্রামটি National Youth Festival 2025 – এর অংশ, যেটির নয়া দিল্লি Bharat Mandapam – এ ১১- ১২ জানুয়ারি ২০২৫ এ অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতায় যে বা যারা জিততে পারবে তাদের জন্য 01 লক্ষ টাকা পুরস্কার এবং প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করার সুযোগ রয়েছে। কিভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারই সঙ্গে সমস্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাই এই প্রতিবেদনটি সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন। আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত হন whatsapp অথবা টেলিগ্রামের মাধ্যমে।
Viksit Bharat Quiz: কিভাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে?
প্রথমে প্রতিযোগী কে MyGov পোর্টালে যেতে হবে। তারপর Viksit Bharat Quiz Challenge গিয়ে প্রতিযোগীকে অংশগ্রহণ করতে হবে। এরপর বের বিজয়ীরা, দ্বিতীয় পর্বে প্রবন্ধ লেখার অংশগ্রহণ করতে পারবে। এর পরবর্তী চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং তাদের পুরস্কৃত করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হবে।
Quiz প্রতিযোগিতা শুরু হচ্ছে | Nov 25, 2024 |
Quiz প্রতিযোগিতা শেষ হবে | Dec 05, 2024 |
কোন কোন ভাষায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে?
তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি Viksit Bharat প্রতিযোগিতা টিক 12টি ভাষায় অংশগ্রহণ করা যাবে। এগুলি হল- বাংলা, হিন্দি, ইংরেজি , গুজরাটি , অসমীয়া , মারাঠি , কন্নড় ,তামিল , তেলেগু , উড়িয়া এবং মালয়ালাম।
সংগ্রহ করে নিন: মাধ্যমিক সাজেশন
Quiz তুই যে কতগুলো প্রশ্ন থাকবে এবং সময়সীমা কত?
তোমাদের সুবিধার্থে জানিনা কি Viksit Bharat Quiz এমোড দশটি প্রশ্ন থাকবে। যার জন্য প্রতিযোগীকে মোট ৩০০ সেকেন্ড সময় দেওয়া হবে।
প্রতিযোগিতা কি কি শর্ত ও নিয়ম রয়েছে ?
এ প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হলে বেশ কয়েকটি শর্ত রয়েছে সেগুলি নিম্নে দেওয়া রইল।।
প্রতিযোগিতা অংশগ্রহণের যোগ্যতা কি রয়েছে ?
- শুধুমাত্র ভারতীয় নাগরিকরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
- প্রতিযোগীর বয়স অবশ্যই ১৫ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে।
অন্যান্য সকল প্রতিযোগিতার মতোই এই প্রতিযোগিতার ক্ষেত্রেও কিছু শর্ত নিয়ম রয়েছে। যা হলো –
- একজন প্রতিযোগী শুধুমাত্র একবারই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
- যুব বিষয়ক ও কিরা মন্ত্রক যেকোনো রকম অপ্রতক্ষিত পরিস্থিতিতে প্রতিযোগিতার শর্তাবলী পরিবর্তন কিংবা প্রতিযোগিতার বাতিল করতে পারে।
- একবার Entry Submit হয়ে গেলে তা প্রত্যাহার করা যাবে না
- এই খুঁজে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে গণ্য করা হবে।
- সমস্ত রকম বিবাদ কিংবা আইনি অভিযোগ শুধুমাত্র দিল্লির এক্তিয়ারের অধীনে হবে।
- ঘোষিত বিজয়ীদের Prize Money তাদের ব্যাংকে ডিটেলস আপডেট করতে হবে। এক্ষেত্রে, প্রসঙ্গত উল্লেখ্য MyGov Profile ব্যবহারকারীর এবং Bank Account ব্যবহারকারী যেনো একই ব্যক্তি হয়। তাদের নামই যেন মিল থাকে।
- প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীকে তাদের নাম, Email Address, মোবাইল নাম্বার, শহর প্রভৃতির তথ্য সাবমিট করতে হবে।
- প্রত্যেক প্রতিযোগীকে প্রতিযোগিতার সমস্ত শর্ত তথা নিয়ম গুলি অবশ্যই মেনে চলতে হবে।
বিজয়ীদের জন্য কি কি পুরস্কার রয়েছে ?
এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য বেশ কিছু পুরস্কার রয়েছে –
- Quiz এর জন্য এক লক্ষ টাকা Cash Prize রয়েছে।
- Quiz এর দ্বিতীয় সেটা পারফরমাল এর জন্য 75,000 টাকা ক্যাশ প্রাইস রয়েছে।
- Quiz এর তৃতীয় সেরা পারফরমাদের জন্য 50,000 টাকা রয়েছে।
- Quiz এর পরবর্তী শীর্ষ ১০০ জন অংশ গ্রহণকারীর 2000 টাকা ক্যাশ প্রাইজ রয়েছে।
- উপরন্তু, Quiz এর পরবর্তী শীর্ষ 200, জন অংশগ্রহণকারীর জন্য 1000 টাকা ক্রাশ প্রাইস রয়েছে।
আশা করছি তোমরা এই প্রতিবেদনের মাধ্যমে Viksit Bharat Quiz Challenge সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে গেছো। এরপরেই যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে তোমরা অফিসের ওয়েবসাইট MyGov পোর্টালে গিয়ে জেনে নিতে পারো।