Bank of Baroda Recruitment 2024 : ইতি মধ্যে ব্যাঙ্ক অফ বারোদা তে একটি নুতুন চাকরীর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে আরেকটি দারুন সুখবর।
একনজরে
পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিধান সুখবর কারণ ইতি মধ্যেই ব্যাংক অব বারার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যাতে আপনারা নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতার উপর আবেদন করতে পারবেন। কি করে আবেদন করবেন, আবেদন ফ্রি কত, আবেদনের শেষ তারিখ কত এই সমস্ত কিছু জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম
রিলেশনশিপ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ATM/KIOSK, বিজনেস ইউনিট ম্যানেজার ও আরো অনেক শূন্য পদ।
মোট শূন্য পদ
২১৫টি
আবেদন পদ্ধতি
সম্পূর্ণ প্রকারে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদন ফ্রি দরকার যা নিবে দেওয়া রয়েছে এবং তাদের সঙ্গে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।। উল্লেখিত ডকুমেন্ট গুলি অবশ্যই অনলাইন আবেদনের সময় আপলোড করতে হবে PDF আকারে।
আবেদন ফি
উল্লেখিত পদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে অনলাইনের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং পি আই ব্যবহার করা যাবে।
UR/EWS/OBC চাকরি পার্টিদের জন্য ৬০০ টাকা জমা করতে হবে সঙ্গে জিএসটি।
SC/ST/PWBD/WOMEN চাকরি বাকরিদের জন্য ১০০ টাকা জমা করতে হবে সঙ্গে জিএসটি।
বয়স সীমা
উল্লেখিত পদগুলিতে আবেদন করতে হলে উর্দু সোমা বিভিন্ন রয়েছে বয়স সীমা জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিন এবং ধরে রাখুন ন্যূনতম ২২ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স হতে হবে।।
শূন্য পদগুলির বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
পদের নাম | শূন্যপদ | যোগ্যতা |
Manager business fin | 1 | MBA |
MSME relationship manager | 120 | Any degree |
MSME relationship senior manager | 20 | Any degree |
Head AI | 1 | B.E/B.Tech/MCA |
Head Marketing Automation | 1 | Any degree/MBA |
Head Marchent business Aquiring | 1 | Any degree |
Project Management Head | 1 | B.E/B.Tech |
Digital Partnaship lead | 1 | Any degree |
Zonal lead Manager | 13 | B.E/B.Tech |
ATM/KIOSK business management | 10 | Any Degree |
Manager AI Engineer | 10 | Degree |
Merchant Aquirng ops team | 12 | B.E/B.tech |
New age mobile banking app product manager | 10 | B.E/B.tech |
UI/UX Specialist | 12 | Degree |
Digital leading journey | 8 | any degree/pg |
Digital leading journey Specialist | 6 | any degree |
আবেদন শুরু
ইতিমধ্যেই অনলাইন আবেদন শুরু হয়ে গেছে আবেদন শুরু হওয়ার তারিখ হল 30.10.2024
আবেদন শেষ
অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখটি হলো 19.11.2024