Bengal Addaa

Assistant Professor Recruitment In Ranchi

Assistant Professor Recruitment Ranchi | 299 টি সরকারি অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি

Facebook
Twitter
WhatsApp
Telegram

Assistant Professor Recruitment In Ranchi: আপনাদের জানিয়ে রাখি যে সরাসরি ঝাড়খন্ড পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাচি বিশ্ববিদ্যালয় সরকারি অধ্যাপক পদে সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যেই। কিভাবে আবেদন করবেন তা এক নজরে দেখে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার সমস্ত চাকরিপ্রার্থীরা এই আবেদনের মধ্যে আবেদন করতে পারবেন। বাংলা, হিন্দি মিডিয়াম হোক বা ইংলিশ মিডিয়ামে ছাত্রছাত্রী আবেদন জানাতে পারবেন। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে হলে আজকের এই প্রতিবেদনটির সম্পূর্ণ শেষ পর্যন্ত পড়ুন।

পদের নাম

এই বিজ্ঞপ্তি মাধ্যমে বেশ কয়েকটি বিষয়ের উপর অধ্যাপক নিয়োগ করা হবে। সেই সমস্ত বিষয়গুলি নিম্নে দেওয়া রইল।

  1. বাংলা
  2. এনট্রপোলজি
  3. বোটানি
  4. কেমিস্ট্রি
  5. কমার্স
  6. ইকোনোমিক্স
  7. ইংলিশ
  8. জিওগ্রাফি
  9. জিওলজি
  10. হিন্দি
  11. ইতিহাস
  12. হোম সাইন্স
  13. কুর্মালি
  14. কুরুক
  15. ম্যাথমেটিক্স
  16. মুন্ডারী
  17. পাঁচ পার গানিয়া
  18. ফিলোসফি
  19. ফিজিক্স
  20. পলিটিক্যাল সাইন্স
  21. সাইকোলজি
  22. সংস্কৃত
  23. সোশিয়লজি
  24. উর্দু
  25. জুলজি

শিক্ষাগত যোগ্যতা

এই পদে ( Assistant Professor Recruitment In Ranchi ) আবেদন করতে হলে আপনাদের যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা গুলি প্রয়োজন সেগুলি নিম্নে দেওয়া রইল:

  1. সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। সঙ্গে 50 শতাংশ নাম্বার থাকতে হবে।
  2. আবেদনকারীদের অবশ্যই NET পাস হতে হবে।

আবেদন ফি

আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে এবং ফ্রি অনলাইনের মাধ্যমেই জমা দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং এই সমস্ত উপায় আপনারা ফি জমা করতে পারবেন। এবং এরই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাঁচি বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিমান্ড ড্রাফ্ট কাটাতে হবে।

  1. UR/EWS/OBC চাকরিপ্রার্থীদের জন্য ১০০০ টাকা জমা দিতে হবে।
  2. SC/ST/PH চাকরি-বাকরিদের জন্য ৫০০ টাকা জমা করতে হবে।

মাসিক বেতন

এই বিষয়ে কোনো রকম তথ্য অফিশিয়াল নোটিফিকেশনের মধ্যে দেওয়া নেই। কিন্তু যেহেতু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিয়োগ তাই আপনাদের মাসিক বেতন ভালোই পরিমাণ হবে।

বয়স সীমা

এই ক্ষেত্রে আপনাদের NET পাশ করে থাকতে হবে। তাই তথ্য সময় অব্দি আপনাদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। তাহলেই আপনারা এতে আবেদন জানাতে পারবেন।

ইন্টারভিউ এর তারিখ

ইন্টারভিউ এর তারিখ পরে জানানো হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশাবলী

আবেদনকারীদের মধ্যে থেকে আগ্রহী প্রার্থীদের নির্বাচন সম্পন্নরূপে চুক্তিভিত্তিক হবে এবং ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন দ্বারা সরকারি অধ্যাপকদের নিয়মিত নিয়োগ না হওয়া পর্যন্ত বা ৬৫ বছর বয়স প্রাপ্ত না হওয়া পর্যন্ত এই চুক্তি বৈধ থাকবে।

উপরে উক্ত নানান পরিষেবা গুলির জন্য প্রতি মাসে একত্রিয় পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

আবেদনটি শুধুমাত্র চ্যান্সেলর পোর্টাল অর্থাৎ www.jharkhanduniversities.nic.in এই পটলের মাধ্যমে অথবা রাঁচি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। রাঁচি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি হলো – www.jharkhanuniversity.ac.in

আবেদন শুরু

ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদনের শুরুর তারিখটি হল ১৯/১০/২০২৪

আবেদন শেষ

আবেদন শেষের তারিখটি হল 28/10/2024

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইন আবেদনের আট কপি ও সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ হল 16/11/2024

Official Notification: Download Now

Official Website: Apply Now