পশ্চিমবঙ্গের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জন্য Bengal Addaa প্রতিদিন বাংলায় G.K. প্রকাশ করেছে। ভারত তথা পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ঘটনা, নিয়োগ, বিশেষ দিন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ G.K. আপডেট পাওয়ার জন্য এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
একনজরে
General Knowledge Questions Answers in Bengali
কেন্দ্রীয় ও রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Bengal Addaa তরফ থেকে প্রতিদিন G.K. আপডেট প্রকাশিত করা হচ্ছে। আজকের প্রতিবেদনে ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখের গুরুত্বপূর্ণ G.K. গুলি আপডেট করা হলো। সমস্ত চাকরিপ্রার্থীরা সম্পূর্ণ গুরুত্ব সহকারে আজকের এই প্রতিবেদনটি পড়ুন। সাম্প্রতিক G.K. গুলি থেকে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা আছে। Bengal Addaa – র পক্ষ থেকে এ বিষয়ে PDF ডাউনলোড করার সুবিধাও রয়েছে।
West Bengal GK in Bengali
Bengal Addaa is publishing daily G.K.(General Knowledge) for all government and private sector job asspirants of West Bengal. These General Knowledge are very important for various competitive job exam’s. Job seekers can read these General Knowledge and note down these G.K. if necessary and also download PDF.
1. ঊর্ধ্বস্তর ও মধ্যস্তরকে একত্রে বলে- শিয়াল।
2. পাইনাসের পুংরেনূর নিউক্লিয়াসটি বিভক্ত হইয়া দুটি অসমান কোষ গঠন করে, তার মধ্যে ক্ষুদ্রকোষটি হল- প্রথম প্রথেলিও কোষ।
3. পাইনাসের পুংরেনূর নিউক্লিয়াস টি বিভক্ত হয়ে, দুটি অসমান কোষ গঠন করে, সেই দুটি কোষ হল- দ্বিতীয় প্রাথেলিও কোষ ও পুংধানি কোষ।
4. ভারতে উদার আমদানি রপ্তানি নীতি অনুযায়ী বিভিন্ন দ্রব্যকে যখন রাজ্য বানিজ্য কর্পোরেশনের মাধ্যমে আমদানির বাধা দূর করা হয়, তখন তাকে বলে- প্রণালী মুক্তকরণ।
5. বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়- 1995 সালে।
6. বৃত্ত কমিশন সংবিধানে যে অনুচ্ছেদে আছে – 280।
7. পুংধানি কোষ বিভক্ত হয়ে যে দুটি কোষ গঠন করে, সেটি হল- জনন কোষ ও একটি নালী নিউক্লিয়াস।
8. জনন কোষ বিভক্ত হয়ে যে দুটি কোষ গঠন করে, সেই দুটি কোষ হল- বৃন্ত কোষ ও দেহকোষ।
9. যে ব্যক্তবীজি উদ্ভিদের পুংধানিতে ডানা উপস্থিত- পাইনাস।
10. পাইনাসের পরাগ যোগ হলো- বায়ুপরাগী।
11. কোন চলরাশির মান যদি 15,5,12,25,11,40 হয়, তবে তাদের প্রসার এর মান হবে-35।
12. যে ব্যক্তবীজী উদ্ভিদ থেকে “টাইমবার উড” (timber wood) পাওয়া যায়-পাইনাস।
13. ‘ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাস’গ্রন্থের রচয়িতা কে – পট্টভি সীতা রামাইয়া।
14. 1882 খ্রিস্টাব্দে 27 শে মে সুরেন্দ্রনাথ তাঁর সম্পাদিত ‘বেঙ্গলি’পত্রিকায় প্রথম ‘ন্যাশনাল কংগ্রেস’কথাটির উল্লেখ করেন কার অভিমত – ডক্টর ত্রিপাঠী।
15. রেসিন (Resin) যে ব্যক্তবীজী উদ্ভিদ থেকে পাওয়া যায়- পাইনাস।
16. প্রাথমিক শিলা বলা হয়- আগ্নেয় শিলাকে।
17. ‘Canada balsam’ যে ব্যক্তবীজী উদ্ভিদ থেকে পাওয়া যায়- Abeis balsamea।
18. যে ব্যক্তবীজী উদ্ভিদ থেকে drug তৈরি করা হয়- Ephedra।
19. যে ব্যক্তবীজী উদ্ভিদ থেকে ট্যানিন প্রস্তুত করা হয়- Larix decidua,Araucaria and Tsuga canadensis।
20. বিশ্ব টয়লেট দিবস পালন করা হয়- 19 নভেম্বর, 2013।
21. ‘Sago’ খাদ্যটি যে ব্যক্তবীজী উদ্ভিদের কান্ড থেকে পাওয়া যায়- Cycas।
22. গুপ্তবীজি উদ্ভিদের পরাগরেণু বিভাজিত হয়ে যে দুটি কোষ তৈরি করে তার মধ্যে বৃহদাকার কোষটি হল- নালী কোষ।
23. মুখ্যমন্ত্রীকে নির্বাচিত হয়ে আসতে হয়- বিধানসভা থেকে।
24. গুপ্তবীজী উদ্ভিদের পরাগরেনু বিভাজিত হয়ে যে দুটি কোষ তৈরি করে, তার মধ্যে ক্ষুদ্রাকার কোষটি হল- জেনেরেটিভ কোষ।
25. 1993 ভারতে বীমা ক্ষেত্রে সংস্কার সাধনের সুপারিশ করার জন্য গঠিত হয়- মালহোত্রা কমিটি।
26. 1999 সালে ভারতে বীমা পরিষেবা ক্ষেত্রে নিয়ন্ত্রণ ও উন্নয়ন প্রক্রিয়া জোরদার করে গঠিত হয়- IRDA।
27. জেনেরেটিভ কোষ বিভাজিত হয়ে তৈরি- দুটি পুংগ্যামেট।
28. অর্থনৈতিক বৈষম্যের একটি নির্দেশক হল- জাতীয় আয় বন্টনে বৈষম্য।
29. বহুভ্রূণ বীজতা যে ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়- পাইনাস।
30. ডিপ্লয়েড স্ত্রীরেনু মাতৃকোষটি মায়োসিস বিভাজনের দ্বারা রৈখিক সারিতে বিন্যস্ত 4টি হ্যপ্লয়েড স্ত্রীরেনু সৃষ্টি করে,4 টির মধ্যে মধ্যে কার্যকরী হয় – 1টি স্ত্রীরেনু।
31. ডিপ্লয়েড স্ত্রীরেনু মাতৃকোষটি মিয়োসিস বিভাজনের দ্বারা রৈখিক সারিতে বিন্যস্ত চারটি হ্যাপ্লয়েড স্ত্রীরেনু সৃষ্টি করে, 4 টির মধ্যে নষ্ট হয়ে যায়- 3 টি স্ত্রীরেনু।
32. হ্যাপ্লয়েড স্ত্রী 8 টি নিউক্লিয়াস গঠন করে- 3 বার মাইটোসিস বিভাজিত হয়ে।
33. গৌণ নিউক্লিয়াসের নিষেকের পূর্বে ফ্লয়েডি সংখ্যা- ডিপ্লয়েড।
34. জাতীয় কংগ্রেসের পঞ্চম সভাপতি কে ছিলেন- উইলিয়াম ওয়েজারবার্ন, ডক্টর পট্টভি সিতারামাইয়া।
35. মারাঠি ভাষায় কেশরী পত্রিকা কবে প্রকাশিত হয়- 1894 খ্রিস্টাব্দে।
36. ভু- অভ্যন্তরের ভৌমজলের উৎস হল- শীলামন্ডল।
37. গৌণ নিউক্লিয়াসের নিষেকের পর প্লয়েডি সংখ্যা- ট্রিপ্লয়েড।
38. ডিম্বাণুর উভয় পারছে অবস্থিত অপর দুইটি নিউক্লিয়াসকে বলা হয়- সহকারী কোষ।
39. ভ্রুণস্থলীর ডিম্বকমূলের দিকে অবস্থিত 3 টি নিউক্লিয়াসের প্রতিটি সেলুলোজ প্রাচীর দ্বারা পরিবৃত থাকায় 3 টি কোষ গঠন করে- এই কোষগুলিকে একত্রে বলা হয়- প্রতিবাদ কোষ সমষ্টি।
40. হাইপোফাইসিস কোষটি পরে বিভাজিত হইয়া গঠন করে- ভ্রুণমূলের ত্বক ও বহিস্তর এবং মূলত্র।
41. সম্যক পার্থক্যের বর্গকে বলা হয়- ভেদমান।
42. গুপ্তবীজি উদ্ভিদের শস্য নিউক্লিয়াসটি গঠিত হয়- নিসেকের পরে।
43. শস্য নিউক্লিয়াশের পরিস্ফুরণের শেষ পর্যায়ে মুক্ত নিউক্লিয়াস গুলির মধ্যে অভিকেন্দ্র ভাবি অথবা নিম্নমুখভাবে কোষপ্রাচীর গঠিত হওয়ার পরিপূর্ণ শস্য কলার সৃষ্টি হয়, একে যে প্রকৃতির শস্য নিউক্লিয়াস বলা হয়- হ্যালোবিয়াল।
44. নিউক্লিয়ার প্রকৃতির শস্য নিউক্লিয়াস দেখা যায়- ম্যালভা, ক্যালোট্রপিস এবং জাগলানস।
45. কন্যাশ্রী প্রকল্পে ১৮ বছরের পরে মেয়েরা এককালীন অনুদান পাবে- 25000 টাকা (উচ্চ শিক্ষা খাতে)।
46. শস্য নিউক্লিয়াসের পরিস্ফুরণের শেষ পর্যায় নিউক্লিয়াসগুলি বিভক্ত হয় এবং কোষপ্রাচীর মধ্যে অবস্থান করে এবং কোষীয় প্রকৃতির হয়। একে যে প্রকৃতির শস্য নিউক্লিয়াস বলা হয়- সেলুলার।
47. বর্তমানে ভারতে ‘দেনা ব্যাংক’ একটি- রাষ্ট্রীয় ও বাণিজ্যিক ব্যাংক।
48. ভারতীয় সাধারণ বিমানগমের আত্মপ্রকাশ ঘটে- 1973 সালে।
49. সেলুলার প্রকৃতির শস্য নিউক্লিয়াস যে উদ্ভিদে দেখা যায়- পেপারোমিয়া।
50. যে শস্য নিউক্লিয়াসটি সেলুলার ও নিউক্লিয়ার প্রকৃতির মাঝামাঝি হয়, তাকে বলে- হেলোবিয়াল।
51. পৃথিবীর সবথেকে উপরের স্তরটি হল – ভূত্বক।